GuidePedia

0

এবার সৈকতে রানীর দৌঁড়ানোর একটি ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া ফেলেছে। রানীর ভক্তরা রানীর এই রূপ দেখে বেশ হতাশই হয়েছে।
তাই বলে ভাববেন না রানীর ছবিটি বিকিনি পরা কিংবা অর্ধনগ্ন। নতুন কোনো বয়ফ্রেন্ডও নেই তার সঙ্গে। তাহলে কেন সেই ছবি নিয়ে হইচই-তোলপাড়?
কারণ ছবিতে দেখা যাচ্ছে রানী বেশ মুটিয়ে গেছেন। বেশ কয়েক পাউন্ড ওজন বেড়েছে তার। আর তাই মটু রানীর সেই ছবি নিয়েই চলছে হইচই।
তার ছবি দেখে নাকি ভক্তরা বেশ হতাশ। সবাই হায় হায় করছেন। আর চিকন কোমরের রানী হঠাৎ মটু হয়ে গেলে কারই বা ভালো লাগে।
রানীর আগামী ছবির নাম ‘মারদানী’। এ ছবিতে তিনি প্রধান চরিত্রে অভিনয় করবেন।
অনেকেই বলেছেন, মারদানি ছবিতে অভিনয় করার জন্যই রানীকে একটু ওজন বাড়াতে হয়েছে। তাই বলে এই দশা।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top