GuidePedia

0
চোংকুইং: ১০০ পাউন্ড দামের ঝাঁকে ঝাঁকে মৌমাছির আস্তরণে ঢাকা পড়লেন এক ব্যক্তি। দক্ষিণ-পশ্চিম চীনের চোংকুইং শহরের শি পিং নামের ৩৪ বছরের এক মৌমাছি পালক নিজেকে মৌমাছির ঝাঁকে নিজেকে ঢেকে ফেললেন। প্রায় ৪ লক্ষ ৬০ হাজারেরও বেশি মৌমাছি ছেড়ে দেওয়ার পর সেগুলি শি পিং-র শরীরে এসে বসতে শুরু করে। প্রায় ৪০ মিনিট সময়ের মধ্যে তার পুরো শরীর ঢেকে যায়। ৪৫.৬৫ কিলো ওজনের একটি পোশাক যেন তখন তার শরীরে। এই অবস্থায় চিত্র সাংবাদিকরা তার ছবি তুললেন।

উল্লেখ্য, এক্ষেত্রে ৬১.২৩৫ কিলো ওজনের মৌমাছির আস্তরণে নিজেকে ঢেকে বিশ্ব রেকর্ড গড়েছেন ভারতের বিপিন শেঠ। শি পিং অবশ্য সেই নজির ভাঙতে পারেননি।নিজের শরীর এভাবে মৌমাছির আস্তরণে ঢেকে ফেলা সম্পর্কে শি পিং বলেছেন, এরকম কাজ করতে একটু ভয় লাগত তার। কিন্তু মধুর উৎপাদন বাড়ানোর জন্যই তিনি এরকম দুঃসাহসী কাজ করেছেন। চীনের এই প্রান্তের অনেক মৌমাছি-পালকই এই সাবেক প্রথা পালন করেন।– ওয়েবসাইট।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top