GuidePedia
Latest News

0

যৌন জীবন নিয়ে পপ সম্রাট মাইকেল জ্যাকসনের জীবনে উৎসাহের কোনো কমতি ছিলো না। এমনকি তার মৃত্যুর পরেও সেই উৎসাহে একটুও ভাটা পড়েনি। তাই তো এই পপ সম্রাটের নিরপত্তা রক্ষী জেভন বিয়ার্ডের লেখা বই ‘রিমেম্বর দ্য টাইম: প্রোটেক্টিং মাইকেল জ্যাকশন ইন হিস ফাইনাল ডে’তেও উঠে এল তার যৌন জীবনের নতুন দিকের কথা৷ জেভন জানিয়েছেন, মাইকেল জ্যাকশন সমকামী ছিলেন না, এমনকি বাচ্চাদের সঙ্গে তিনি কখনই যৌনতায় লিপ্ত হয়নি৷ মাইকেলের সম্পর্কে এই ধারণা একেবারেই ভ্রান্ত৷

জেভন আরও বলেন, মাইকেলের নারীর প্রতি আসক্তি ছিল একটু বেশিই৷ তাই রোজ রাতেই আলাদা আলাদা মেয়ের সঙ্গে যৌন সঙ্গমে লিপ্ত হতেন মাইকেল৷ আর আমার উপরই পড়ত সেই মেয়ে জোগানোর কাজ৷ মাইকেল আমাকে খুব বিশ্বাস করত৷ ফর্সা মেয়েদের প্রতি মাইকেল একটু বেশিই দুর্বল ছিলেন৷ তিনি টিনএজ মেয়ে খুব পছন্দ করত।

একটি মন্তব্য পোস্ট করুন

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top