GuidePedia

0

আযান শুনলেই আযানের আহবানে সাড়া দিয়ে ফোটে, আবার আযান শেষ হলেই বন্ধ হয়ে যায়। হ্যাঁ ফুলটির নাম আযান ফুল। সম্প্রতি সিএনএন এর একটি ভিডিওতে ফুলটি নিয়ে বেশ তোলপাড় শুরু হয়েছে।
মধ্যপ্রাচ্যের আজারবাইজানে এই ফুল নিয়ে অনেক গবেষণা হয়েছে। আযানের মতো সুর করে অন্য কোনো কিছু গাওয়া হলে ফুল ফুটছে না। যতবার-ই আযানের শব্দ ওখানে পৌঁছাচ্ছে ততোবার ফুল ফুটছে।
বিজ্ঞানসম্মত সকল গবেষনার পর ফল একটা-ই পাওয়া গেছে, এটার রহস্য বের করা সম্ভব হয়নি। অবশেষে সংবাদ সংস্থা সিএনএন (ক্যাবল নিউজ নেটওয়ার্ক) ও বিবিসি এটাকে নিয়ে ডকুমেনটারী করতে বাধ্য হয়েছে। আর তা নিয়ে যথারীতি আলোড়ন উঠেছে সামাজিক মিডিয়া ফেসবুক, ইউটিউব ও টুইটারে।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top