আলেক্সান্দ্রা হেডিসন নামের ওই বান্ধবী একজন আলোকচিত্রী ও অভিনেত্রী। জোডির পক্ষ থেকেই বিয়ের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
অস্কারজয়ী অভিনেত্রী ফস্টার গত বছর গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে এক বক্তব্যে নিজেকে সমকামী হিসেবে পরিচিত করান। এরপর জানা যায়, এর আগে আরেক নারী সিডনি বারনারডের সঙ্গে তার ২০ বছরের সম্পর্ক ছিল। ২০০৮ সালে তাদের সম্পর্ক ভেঙে যায়।
জানা গেছে, ফস্টার ও হেডিসন ডেটিং শুরু করেন গত বছর। এর আগে হেডিসনেরও আরেক সঙ্গী ছিলেন। তিনি আমেরিকান কমেডিয়ান ও চ্যাট শো উপস্থাপিকা অ্যালেন।
ফস্টার ও হেডিসনের বিয়ে সম্পর্কে আর কিছু জানা যায়নি।
তবে তাদের বিয়ে আইন অনুযায়ীই হয়েছে। ফস্টার ক্যালিফোর্নিয়ায় বাস করেন এবং সেখানে সমাকমী বিয়ে বৈধ।
ফস্টারের বর্তমান বয়স ৫১। তিন বছর বয়সে টিভি বিজ্ঞাপনে অভিনয় দিয়ে তার শুরু। ১৯৭৬ সালে ‘ট্যাক্সি ড্রাইভার’ ছবিতে নজরকাড়া অভিনয়ের জন্য তিনি বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেন এবং অস্কারে নমিনেশন পান।
প্রায় ৪০টি ছবিতে তিনি অভিনয় করেছেন। ১৯৮৮ সালের ‘দ্য একিউসড’ ছবিতে ধর্ষিতার চরিত্রে অভিনয় করে এবং ১৯৯১ সালে মুক্তি পাওয়া ‘দ্য সাইলেন্স অব দ্য ল্যাম্বস’ ছবিতে এফবিআইয়ের এজেন্ট হিসেবে অভিনয়ের জন্য তিনি অস্কার জেতেন।
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.