সেদিন হঠাৎ করেই লন্ডনের রাস্তায় অদ্ভূত এক দৃশ্য দেখে চোখ ছানাবড়া সবার। সুন্দর ভদ্র পোশাক পড়া একটি পুরুষকে চারপায়ে হাঁটিয়ে তার গলার বাঁধা দড়ি ধরে টানতে টানতে লন্ডন ঘুরাচ্ছেন এক নারী। ঠিক যেন গলায় দড়ি বাঁধা কোনো কুকুরকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন মালিক।
শুক্রবার সকাল ১০টা দিকে মেয়েটি লন্ডনের ফ্লিট স্ট্রিট থেকে ফেরিংডন রোড পর্যন্ত ওই ছেলেটির গলার দড়ি ধরে টানতে টানতে নিয়ে যায়। এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গেই রাস্তার বিভিন্ন মানুষ ওই দুই জনের ছবি তোলা ও ভিডিও করা শুরু করে। যা শুক্রবার বিভিন্ন জনের অ্যাকাউন্ট থেকে আপলোড করা হয়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ভিডিওতে দেখা যায়, সুন্দরভাবে কালো প্যান্টের ওপর ইন করা সাদা শার্ট পরিহিত যুবকটি খুব অনুগতভাবেই মেয়েটির পেছনে পেছনে চার হাতপায়ে হাঁটছে। কেবল ছেলেটির গলায় বাঁধা দড়ি কুকুরের চেইনের মতো ধরে রেখেছিল মেয়েটি। তারা দুজন এমন স্বাভাবিকভাবে লন্ডনের রাস্তায় হাঁটছিল যেন মেয়েদের পেছনে ছেলেদের চার হাতপায়ে হাঁটাটাই স্বাভাবিক।ছেলে এবং মেয়েটির পরিচয় জানা যায়নি। ঠিক কেনো ছেলেটি কুকুরের মতো চার হাতপায়ে হাঁটছিল মেয়েটির পিছু পিছু সে সম্পর্কেও জানা যায়নি। তবে ইয়ান জেফরি নামে এক প্রত্যক্ষদর্শী জানান, ছেলে এবং মেয়েটিকে দেখে মনে হয়েছে তারা দীর্ঘদিনের পরিচিত। তারা সম্ভবত বন্ধু।
একটি মন্তব্য পোস্ট করুন