বিনোদন : সানির ভক্তদের জন্য একটা সুখবর, আর সিনেমা হলে ছুটতে হবে না তাদের। টিভিতেইে পেয়ে যাবেন ড্রিম গার্লকে। ছোট পর্দায় এসে পর্নোস্টার থেকে অভিনেত্রী হয়েছেন সানি। আবার ছোটপর্দা ফিরছেন তিনি। এবার ছোট পর্দাতে চলবে সানির জাদু। এমটিভির ‘ভার্ব’ ও ‘হন্টেট উইকেন্ডস’-এর কয়েকটি শো হোস্ট করার পর এবার রিয়্যালিটি শো সিপ্লটসভিলার সপ্তম সিজন পাকাপাকি করতে চলেছেন সানি লিওন। যদিও শো শুরুর তারিখ সম্পর্কে কিছুই জানা যায়নি।
এর আগে সিজন হোস্ট করেছিলেন বলিউডের ব্যাড গার্ল শেরলিন চোপড়া। আমেরিকার এক রিয়ালিটি শো ‘ফ্লেভার অব লাইফের হিন্দি সংস্করণ এটি।
একটি মন্তব্য পোস্ট করুন