২০১৪ সালটি খুব একটা ভাল যাচ্ছে না ক্যাটরিনা কাইফের। একে রণবীর কাপুরের পরিবারের সাথে বোঝাপড়াটা হয়ে উঠতে পারছেনা অন্যদিকে এই বছর ধুম ৩ ছাড়া আর কোন সিনেমাই মুক্তি পাচ্ছে না এই অভিনেত্রীর। সিনেমার কাজ শেষ হয়ে গেলেও আটকে গেছে মুক্তির তারিখ। কিন্তু কেন?
বড়পর্দায় ক্যাটরিনার আকর্ষণীয় উপস্থিতির জন্য ভক্তদের পরবর্তী বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। সাইফ আলি খানের বিপরীতে ‘ফ্যান্টম’ সিনেমার কাজ পুরোপুরি শেষ এবং এই বছরের অক্টোবর মাসে মুক্তির কথা ছিল কিন্তু একই সময়ে মুক্তি পেতে যাচ্ছে প্রিয়াঙ্কা চোপড়ার ম্যারি কম বায়োপিক। এই ভয়েই মুক্তি পিছিয়ে ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে ঠিক করা হয়েছে।
এখানেই শেষ নয়, ঋত্বিকের অসুস্থতার কারণে ২ অক্টোবর মুক্তি তো দূরের কথা এখন শুটিং পর্বেই আটকে আছে ক্যাটরিনা কাইফের ব্যাং ব্যাং সিনেমাটি।
কাজেই ২০১৪ সালটি এই অভিনেত্রীর জন্য খুব একটা যে ভাল কিছু বয়ে আনছে না তা খুবই স্বাভাবিক।
একটি মন্তব্য পোস্ট করুন