GuidePedia
Latest News

0

গরম পড়লেই সাধের জিন্স ধুয়ে ইস্ত্রি করে তুলে রাখেন আলমারিতে? আর মনে মনে ভাবেন শীতে আবার দেখা হবে! কিন্তু কেন বলুন তো? গরমে জিন্স পরা যায়না এ কথা কোথায় লেখা?

বরং জানেন কি, গরমেই বিভিন্ন স্টোরে পাওয়া যায় স্টাইলিশ জিন্স। এবং অফ সিজন বলে বেশ সস্তায়। আর আজকাল গরমের জন্য তৈরি হয় বিশেষ ধরণের জিন্স। গরমে যদি এমন জিন্স না পরলেন তবে আপনার সামার স্টাইলটাই বৃথা!

ফ্যাশনেবল মানুষের কথা মাথায় রেখেই ডেনিম ব্র্যান্ড ওয়াঙ্গলার সামার স্পেশাল কালেকশন হিসাবে বাজারে নিয়ে এসেছে, যার নাম ‘সান শিল্ড’। গ্রীষ্মের তাপের কথা মাথায় রেখে এই জিন্স তৈরি করা হয়েছে যাতে বেশি গরম না অনুভূত হয়। এছাড়াও নতুন এই জিন্স সূর্যের অতিবেগুনী রশ্মির ক্ষতিকর প্রভাব থেকেও মুক্তি দেবে আপনাকে।

সাধারনত গাঢ় রঙের এই জিনস কাপড় গরমকে একেবারে শুষে নেয় ফলে গরম বেশি মনে হয়। কিন্তু নতুন এই স্প্রিং সামার কালকশনের জিন্সগুলি এমন ভাবে বানানো যাতে রঙ গাঢ় হলেও গরমের হাত থেকে রেহাই পাওয়া যাবে। আর আপনি থাকবেন গরমেও স্টাইলিশ!

একটি মন্তব্য পোস্ট করুন

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top