আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠান মানেই কেবল এক বছরের কাজের স্বীকৃতি বললে বোধহয় ভুলই হবে। কারণ এটি এখন পুরোপুরি তারকাদের মিলন মেলায় পরিণত হয়েছে। ২৪ এপ্রিল থেকে ফ্লোরিডার টম্পা বে’তে জমতে থাকে তারকাদের এই মিলন মেলা। প্রতি বছর বিশ্বের সুন্দরতম দেশগুলোতে আয়োজন করা হয় আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানের। আর এই অনুষ্ঠানটি তারকাদের ব্যস্ততম জীবনের মধ্যে থেকে নিয়ে যায় অনেক দূরে।শুধু তাই নয় এই অ্যাওয়ার্ড প্রোগ্রামটি অনেকে তারকার মধ্যকার দূরত্বকেও মিটিয়েছে। তবে এবারের আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি যেন সবটুকু দিয়েই উপভোগ করছেন প্রিয়াঙ্কা, দীপিকা এবং তাদের সাথে যোগ দিয়েছেন বিপাশা বসুও। সম্প্রতি বিপাশা বসু তার টুইটার একাউন্টে টম্পা বে’তে তোলা প্রিয়াঙ্কা-দীপিকার সাথে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন।ইন্টারন্যাশনাল ইন্ডিয়া ফিল্ম একাডেমী অ্যাওয়ার্ড অনুষ্ঠানের এক ফাঁকে এই তিন অভিনেত্রী রাস্তায় বের হন এই তিন অভিনেত্রী। ছবিতে দেখা যাচ্ছে এই তিন অভিনেত্রীর হাতে “আন্ডার ২১” ব্যান্ড। চেহারাই বলে দিচ্ছে ভীষণ আনন্দ করছিলেন তারা! -
একটি মন্তব্য পোস্ট করুন