মৌসুমী বাংলাদেশের একজন খ্যাতিমান অভিনেত্রী এবং পরিচালক। তার অসংখ্যা ভক্তানুরাগীদেরও দাবী ‘ভিডিওটি সরানো হোক’।
চিত্রনায়িকা মৌসুমীর এই ভিডিওটি গত জানুয়ারী মাসের ১০ তারিখে আপলোড করা হয়। শুরু হয় ফিল্ম পাড়ায় তোলপাড়। ১ মিনিট ১২ সেকেন্ডের ভিডিওটি ফাঁস হওয়ার পর ভিডিওটি ফেসবুক ও ইউটিউবে প্রায় আড়াই লক্ষাধিক বার দেখা হয়ে গেছে। বর্তমানে অনলাইনে দুই লাখ ২০ হাজারেরও বেশী দর্শক ভিডিওটি দেখছেন।
মনে করা হচ্ছে, মৌসুমীর ভিডিওটি ‘সেক্স কাটপিস’ হিসেবে তৈরি করা হতে পারে। তবে কেউ এখনো নিশ্চিত হতে পারেনি যে ভিডিওটি আগে কোনো ছবিতে প্রচার হয়েছে কিনা? আবার মৌসুমির মতো একজন নায়িকা এভাবে সেক্সের দৃশ্যে ক্যামেরা বন্দি হওয়ায় অনেকে বিষয়টিকে স্বাভাবিক বলে মনে করছেন না।অনেকেরই ধারণা, এটি মৌসুমীকে ব্লাকমেইল করার জন্যই উদ্দেশ্যমূলকভাবে তৈরি করে প্রচারণা চালানো হচ্ছে। তাই সকালের দাবি এটি অতি শিগগিরই ইউটিউব থেকে অপসারণ করার।
একটি মন্তব্য পোস্ট করুন