ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রোগীর বিষ নামানোর জন্য সাপ ধরে নিয়ে এসেছেন এক ওঝা। কিন্তু ডাক্তারদের ধমকে ওই ওঝা পালিয়ে যায়। ওই ওঝা আসার আগে আহত রোগী জাহাঙ্গীর হোসেনকে (৪০) ঢামেকে ভর্তি করা হয়।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আনোয়ার হোসেন মোল্লা জানান, মানিকগঞ্জের সিঙ্গাইরের বকচর গ্রামের একটি ক্ষেতে শনিবার বিকাল ৫টার দিকে জাহাঙ্গীর বেগুনের গাছ লাগাচ্ছিল। ওই সময়ে একটি সাপ জাহাঙ্গীরের বাম পায়ের পাতায় কামড় দেয়।
পরে স্থানীয় লোকজন জাহাঙ্গীরকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। এর ঠিক আধাঘন্টা পরে স্থানীয় এক ওঝা সাপটিকে ধরে নিয়ে আসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। পরে জরুরি বিভাগের ডাক্তার সাপটিকে জাহাঙ্গীরের পায়ে ছোয়াতে বললে ওই ওঝা তাই করেন। পরে তাকে হাসপাতাল থেকে চলে যেতে বললে তিনি সাপটিকে নিয়ে হাসপাতালে থেকে চলে যান।
আহত জাহাঙ্গীর হোসেন সিরাগঞ্জ জেলার উল্লাহপাড়া থানার শাহরিয়ারপুর গ্রামের মোহাম্মদ রইস উদ্দিনের ছেলে। বর্তমানে সে মানিকগঞ্জের সিঙ্গাইরের বকচর গ্রামে থাকে । সে পেশায় একজন দিনমজুর।
একটি মন্তব্য পোস্ট করুন