GuidePedia

0
শারজা:একদিকে প্রীতি জিন্টার বিখ্যাত টোল ফেলা হাসি ৷ অন্যদিকে গ্ল্যামারাস শিল্পা শেঠি ৷বাইশ গজে লড়ছেন বীরেন্দ্র সেবাগ-শেন ওয়াটসন ৷বাইশ গজের বাইরের লড়াইটা দুই কন্যার ৷কে কাকে টেক্কা দেন ? কার দল শেষপর্যন্ত শেষ হাসি হাসে ? শেষে প্রীতিই হাসলেন ৷শিল্পার চোখে জল ৷

রোববার টস জিত প্রথমে ব্যাট করতে নামে রাজস্থান রয়্যালস ৷নির্ধারিত কুড়ি ওভারের শেষে রয়্যালস তোলে পাঁচ উইকেটে ১৯১ ৷ সঞ্জু স্যামসন ৫২ ও ওয়াটসনের পঞ্চাশের সৌজন্যে রাজস্থান চ্যালেঞ্জ জানায় পাঞ্জাবকে ৷ জবাবে ব্যাট করতে নেমে সেবাগের ম্যাজিক চলেনি ৷ প্রথম ম্যাচেও তিনি চলেননি ৷ বাংলার ঋদ্ধিমান সাহাও ব্যর্থ ৷তাহলে হবে কী পাঞ্জাবের যে রয়েছেন ম্যাক্সওয়েল ৷ একার হাতে চেন্নাইকে হারিয়েছিলেন তিনি ৷

রোববারও সংহার মূর্তি ধারণ করলেন ম্যাক্সওয়েল ৷ ৪৩ বলে ৮৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি ৷ তিনি ফিরে যাওয়ার পর মিলার পাঞ্জাবকে এগিয়ে নিয়ে যান ৷ ম্যাক্সওয়েল তার জন্য মঞ্চ সাজিয়ে গিয়েছিলেন ৷  তার পুরো সদ্ব্যবহার করেন মিলার ৷ ধবল কুলকার্নির ওভারে ২৭ রান তোলে পাঞ্জাব ৷ তার মধ্যে মিলার একাই মারেন চারটি ছক্কা ৷তারপরই ম্যাচ ঢলে পড়ে প্রীতির ক্যাম্পে ৷ সাত উইকেটে ম্যাচ জিতে নেয় পাঞ্জাব ৷

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top