GuidePedia

0
মায়ামি: ব্যস্ত দিনে জমজমাট রেস্তরাঁ৷ ইতিউতি বসে আছেন খদ্দেররা৷ এমন সময় তার আগমন৷ আগন্তুকের আগমন বিশেষ নজর কাড়ল তার বেশভূষায়৷

ঝাড়া এক ঘণ্টা আমেরিকার ফ্লোরিডা শহরের একটি রেস্তরাঁয় তাণ্ডব চালালেন ঊর্ধ্বাঙ্গ সম্পূর্ণ অনাবৃত এক মহিলা৷ তাকে সামলাতে হিমসিম খেতে হল রেস্তরাঁর কর্মী ও পুলিশের৷

সোমবার এমনই একটি অদ্ভুত ঘটনার সাক্ষী রইল ফ্লোরিডা৷ জানা গিয়েছে, এদিন সকালে অর্ধনগ্ন অবস্থায় একটি রেস্তরাঁয় ঢোকেন সান্দ্রা সুয়েজ৷ রেস্তরাঁয় ভাঙচুর চালানোর পাশাপাশি সান্দ্রা যৌন ইঙ্গিত ছুড়ে দিতে থাকেন কর্মীদের দিকে৷ ততক্ষণে অবশ্য কয়েকজন কর্মী সান্দ্রার ওই কীর্তি মোবাইল ফোনবন্দি করে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পোস্ট করে দিয়েছেন৷ তবে কিছুতেই দমানো যায়নি বছর ৪১-এর ওই মহিলাকে৷ পুলিশ এসে বেশ কিছুক্ষণের চেষ্টায় নিরস্ত করে তাকে৷ ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে৷ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পোস্ট হওয়া সান্দ্রার নগ্ন-তাণ্ডব দেখে রেস্তরাঁর বাইরে ভিড় জমাতে শুরু করেন অনেকে৷ উৎসাহী জনতাকে বিদায় জানাতে আবারও সমস্যায় পড়তে হয়েছে রেস্তরাঁ কর্তৃপক্ষকে৷

পুলিশ জানিয়েছে, দুই সন্তানের মা সান্দ্রা নেশার ঘোরে অমন কাণ্ড করেননি৷ কেন তিনি অর্ধনগ্ন অবস্থায় রেস্তরাঁয় ঢুকলেন, সে বিষয়ে অবশ্য মুখ খোলেননি ওই মহিলা৷ পুলিশের ধারণা, অবসাদগ্রস্ত হয়েই এই কাণ্ডটি ঘটিয়ে ফেলেছেন তিনি৷

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top