GuidePedia

0

রিও দি জেনিইরো: লম্বা প্রেমিকা আর তার বেটে প্রেমিক। তাদের প্রেম এগিয়ে চলেছে দুর্বার গতিতে। ব্রাজিলের সবচেয়ে লম্বা মেয়েটি এখন সকলের দৃষ্টি আকর্ষণ করেছে এক বেঁটের সঙ্গে প্রেম করায়।

ব্রাজিরের সালিনোপোলিসের ১৭ বছর বয়সী কিশোরী মেয়ে ইলিসেনি ডি ক্রুজ সিলভাই এখন বিশ্বের সবচাইতে লম্বা কিশোরী। পিটুইটারি গন্থিজনিত কিছু সমস্যা থেকেই ইলিসেনি অস্বাভাবিক এই উচ্চতা পেয়েছেন। বর্তমানে কিশোরীর উচ্চতা হয়েছে ছয় ফুট আট ইঞ্চি।

বিশ্বের সবচেয়ে লম্বা এই কিশোরি প্রেমে পড়েছেন তার নিজের অঞ্চলে বসবাসকারী এক যুবকের। তবে তার উচ্চতা মাত্র চার ফুট চার ইঞ্চি। নাম ফ্রান্সিনাল্ড ডি সিলভা কার্ভালহ। এই প্রেমিক-প্রেমিকার প্রেম এখন দুর্বার গতিতে এগিয়ে চলেছে, যেখানে দৈহিক উচ্চতা কোনো বাধা হয়ে দাঁড়ায়নি।

অবশ্য অস্বাভাবিক উচ্চতার প্রেমিকার সান্নিধ্য লাভ করতে গিয়ে ২২ বছর বয়সী প্রেমিককে যথেষ্ট কষ্ট করতে হচ্ছে।–ওয়েবসাইট।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top