GuidePedia

0

মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইট হ্যাকড করেছে ভারতের একদল হ্যাকার। ভারতের হ্যাকাররাই বিষয়টি দাবি করেছে। তারা লিখেছে-এটা বাংলাদেশী হ্যাকারদের জন্য সতর্কবার্তা, তারা যেন ভারতীয় সাইট হ্যাক করা থেকে বিরত থাকে।
ব্ল্যাক ড্রাগণ লিখেছে- আমরা আপনাদের সঙ্গে লড়াইয়ে অবতীর্ণ হতে চাই না। কিন্তু আপনারা বন্ধ না করলে এরকম আরো ঘটনার জন্য প্রস্তুত থাকুন।
মন্ত্রিপরিষদের ওয়েবসাইটে (http://www.cabinet.gov.bd) ঢুকলেই দেখা যাচ্ছে ভারতীয় পতাকা প্রদর্শিত হচ্ছে। সেখানে বাজনাও বাজছে। লেখা রয়েছে ‘হ্যাকড বাই ব্ল্যাক ড্রাগন’। 

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top