GuidePedia
Latest News

0

 বিনোদন : সঞ্জয় দত্ত শিশুশিল্পী হিসেবে প্রথম অভিনয় করেছিলেন ‘রেশমা অউর শেরা’ ছবিতে। সঞ্জয়ের বাবা সুনীল দত্ত অভিনীত ছবিটি মুক্তি পায় ১৯৭২ সালে। তখন সঞ্জয়ের বয়স ছিল ১৩ বছর। এবার বাবাকে টেক্কা দিয়ে মাত্র তিন বছর বয়সেই বলিউডে পা রাখছে সঞ্জয়ের ছেলে শরণ। 

পরিচালক সেজল শাহ-র ছবি ‘হশমুখ পিঘল গয়া’র একটি গানেই প্রথমবার সিনেপর্দায় আসতে চলেছে সঞ্জয় দত্তের ছেলে শরণ। জানা গেছে, জনপ্রিয় ‘কিসিকি মুসকুরাহাটো পে হো নিসার’ গানের সঙ্গে নাচতে দেখা যাবে সঞ্জয়ের ছেলেকে। 

‘হাসমুখ পিঘাল গ্যায়া’ ছবির গানের দৃশ্যে শরণের অন্তর্ভুক্তি প্রসঙ্গে আহমেদ খান বলেন, ‘গানটির দৃশ্যে অভিনয়ের জন্য আমাদের ছোট্ট একটি শিশুর দরকার ছিল। আমরা শরণকে নেয়ার আগ্রহ প্রকাশ করলে সানন্দে রাজি হয়ে যান মান্যতা। আমরা মুম্বাইয়ে গানটির শুটিং করেছি।’

উল্লেখ্য, সিনেমাতে শুধু সঞ্জয়ের ছেলে শরণ নয়, আত্মপ্রকাশ ঘটবে ওপি রালহানের নাতি আরমানও। তাছাড়াও সিনেমাতে দেখা যাবে জ্যাকি শ্রফ, সঞ্জয় দত্ত ও অমিতাভ বচ্চনকে।  

একটি মন্তব্য পোস্ট করুন

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top