GuidePedia

0

কমেডি অভিনয়ে সুখ্যাতি আছে বলিউড অভিনেতা গোবিন্দ’র। যে কোনো বিষয় বা পরিস্থিতিতেই কমেডি করতে পারেন বলে বলিউডে তার আরেক নাম ‘কিং অব কমেডি’।

চলতি সময়ে হিন্দি চলচ্চিত্রে যৌন বিষয়ক কমেডি বেশ জনপ্রিয়। তবে ‘কিং অব কমেডি’ গোবিন্দ এখানে খানিকটা হলেও সতর্ক। জানালেন, সেক্স কমেডি করার আগে স্ত্রীর অনুমতি নিয়ে নেবেন তিনি।

এক অনুষ্ঠানে কমেডি সম্পর্কে গোবিন্দ বলেন, যেটা সবার কাছে গ্রহণযোগ্য সেটা ভুল হতে পারে না। যেমন কমেডি। আমি মনে করি কমেডি তো কমেডি-ই।

‘সেক্স কমেডি’ করতে রাজি কিনা-জিজ্ঞেস করলে গোবিন্দর চটপট জবাব, এ ক্ষেত্রে সুনিতাকে ( গোবিন্দর স্ত্রী) আগে জিজ্ঞেস করে নিতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top