GuidePedia
Latest News

0

লন্ডন: টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের কাছে অস্বস্তিকর ব্যাটিং, এর আগে অস্ট্রেলিয়ায় অ্যাশেজে ৫-০ তে সিরিজ হার। ইংলিশ ক্রিকেটারদের আন্তর্জাতিক মানের লজ্জা কয়েক মাস আগের। কিন্তু মাত্র তিন রানে অল‌আউটের মতো লজ্জা কখনও পেতে হয়নি তাদের। তবে ঘরোয়া ক্রিকেটে ঘটেছে এমন লজ্জার ঘটনা।

উত্তর-পশ্চিম ইংল্যান্ডের উইরাল ক্লাব চেশায়ার লিগ তৃতীয় বিভাগের ম্যাচে হ্যাসলিংটনের কাছে মাত্র তিন রানে গুটিয়ে গেছে। রান হয়েছে মাত্র তিনটি, যার মধ্যে দুটিই লেগ বাই।

না বললেও চলে, ১১ ব্যাটসম্যানের ১০ জনই মেরেছেন ডাক। দলটির সবচেয়ে খারাপ ব্যাটসম্যান ১১ নম্বরে নামা কনর হডসন একমাত্র স্কোরার।

উইরাল ওই তিনটি রান করেছে আটজন হারানোর পর। ইনিংসটি স্থায়ী ছিল মাত্র ১০ ওভারের। ১০৮ রানে গুটিয়ে যাওয়া হ্যাসলিংটন জিতেছে ১০৫ রানে।

হ্যাসলিংটনের ইসটিড ৫ ওভার বল করে ৪ মেডেন নিয়ে একরান দিয়ে নেন ৬ উইকেট। অন্য বোলার গ্লেধিল ৪ ওভার দুই বল করে ৪টি মেডেনে কোন রান না দিয়ে নেন বাকি চার উইকেট।

একটি মন্তব্য পোস্ট করুন

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top