বিনোদন : প্রতি সপ্তাহেই ঢালিউড-হলিউড-বলিউডে রোমান্টিক, অ্যাকশন, থ্রিলারধর্মী সব নতুন নতুন ছবি মুক্তির হিড়িক পড়ে যায়। আর সময় ব্যয় করে দেখা এ ছবিগুলো যদি ভালো না হয় তবে স্বভাবতই বিরক্ত হন দর্শক। সেই বিরক্তি দূর করতেই এ সপ্তাহে মুক্তি তালিকার কয়েকটি ঢালিউড-হলিউড-বলিউডে ছবি নিয়ে আজকের আয়োজন। দেখে নিন চলতি সপ্তাহে মুক্তি পাচ্ছে কী কী সিনেমা এবং জেনে নিন কাহিনী সংক্ষেপ।

পিঁপড়াবিদ্যা
২০১৪ সালের শুরুতে এই চলচ্চিত্রটি মুক্তি পাবে। এই চলচ্চিত্রটি এশিয়ান প্রজেক্ট মার্কেট (এপিএম) -এর ২০১৩ সালের ৩০টি চলচ্চিত্রের মধ্যে স্থান করে নিয়েছে। চলচ্চিত্রটির গল্প সমকালীন। হাজার বছর ধরে চলে আসা মধ্যবিত্ত পরিবারের এক যুবকের আশা, না-পাওয়া, অবদমিত বিষণœতা, সীমাবদ্ধতা, লোভ ও লোভের পঙ্খিরাজের লাগামহীন বিচরণকে তুলে ধরা হয়েছে।
ছোট বেলায় সবাই পড়েছে - পড়ালেখা করে যে, গাড়ি-ঘোড়া চড়ে সে, কিন্তু এ দেশে পড়াশোনা শেষ করে বিশাল একটা বেকার শ্রেণী তৈরি হয়। তাদের অনেক স্বপ্ন থাকে। ভালো একটা চাকরি, শহরের সুন্দরী একটি মেয়ের সঙ্গ, দামি গাড়ি হাঁকিয়ে বেড়ানো। কিন্তু স্বপ্নের নাগাল পাওয়া আরেকটি দুঃস্বপ্নের ব্যাপার। সব সুখ-স্বপ্নই তখন তার কাছে রসগোল্লা, আর সে কেবল একটা নিরীহ পিঁপড়া। মিঠু একজন তরুণ গ্রাজ্যুয়েট। সে প্রতিদিন তার বাড়ি ফেরবার পথে চকমকে ঢাকা শহরের দিকে তাকিয়ে থাকে। সে জানে সে এই জগতের সদস্য নয়। সে তার নিজস্ব এক জগৎ বাণীয়ে নেয়। নিজের জগতেই সে সুখী।
রিও টু
আমেরিকার জনপ্রিয় অ্যানিমেটেড মুভিগুলোর একটি রিও টু মুক্তি পেতে যাচ্ছে ১১ এপ্রিল। কার্লোস সাল্ডানা পরিচালিত রিও টু একটি অ্যানিমেটেড ভ্রমণ কাহিনী। যেখানে ব্লিউ-জুয়েল এবং তাদের তিন সন্তান নিয়ে বেরিয়ে পড়ে ভ্রমণে। সব কিছু ঠিকঠাক মতো চলতে থাকলেও হঠাৎ বাবা মা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে তাদের সন্তানেরা। তারপর কি ভাবেই বা খুঁজে পায় একে অপরকে? এইসব কাহিনী নিয়ে তৈরি করা হয়ে রিও টু সিনেমাটি।
ডেয়ারিং লাভার
১১ এপ্রিল মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত ছবি ‘ডেয়ারিং লাভার’। এতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন অপু বিশ্বাস। শুটিং শুরু করার সময় ছবিটির নাম ছিল ‘চিরদিনই তুমি যে আমার’। ধারণা করা হচ্ছে, কমল সরকারের চিত্রনাট্য ও সংলাপে নির্মিত ‘ডেয়ারিং লাভার’ কলকাতার ‘ইডিয়ট’ চলচ্চিত্রের নকল। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত রাজিব বিশ্বাসের এই চলচ্চিত্রে অভিনয় করেছিলেন অঙ্কুশ ও শ্রাবন্তী। কমল সরকারের চিত্রনাট্যে ছবিটি পরিচালনা করেছেন বদিউল আলম খোকন। ছবিতে শাকিব এবং অপুর সাথে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, প্রবীর মিত্র, ইলিয়াস কোবরাসহ আরও অনেকে। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন আলী আকরাম শুভ। ঢাকার বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং করা হয়েছে।
ভুতনাথ রিটার্নস
ভৌতিক কমেডি ধাঁচের এই সিনেমাতে অভিনয় করেছেন আমিতাভ বচ্চন, বমান ইরান। ২০০৮ সালে মুক্তি প্রাপ্ত ভুতনাথ’র মতই একটি ছেলে এবং ভুতের মধ্যকার মেলবন্ধন কীভাবে বিশৃঙ্খল রাজনীতিকে পরিবর্তন করে তাই তুলে ধরা হয়েছে। সিনেমাটিতে দেখা যাবে কিভাবে একজন দুর্নীতিগ্রস্থ নেতার বিরুদ্ধে নির্বাচন করে এক অশরীরী আত্মা। তথাকথিত নেতার ভূমিকায় অভিনয় করেছেন বমান ইরানী এবং এই নেতার বিপরীতে নির্বাচনে অংশগ্রহণকারী অশরীরী আত্মার চরিত্রে অভিনয় করছেন অমিতাভ বচ্চন। ভুতনাথ রিটার্নস মুক্তি পেতে যাচ্ছে ১১ এপ্রিলে।
অকিউলাস
ভৌতিক থ্রীলে পরিপূর্ণ মাইক ফ্লেনাগাল পরিচালিত অকিউলাস সিনেমাটি ২০১৩ সালে কাজ শেষ হলেও ২০১৪ সালে বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটির কাহিনী এক খুনি কে কেন্দ্র করে গড়ে উঠেছে। যেখানে দশ বছর আগে টিম রাসেল নামের একটি ছেলে তার বাবাকে গুলি করে হত্যা করার পর তার মা সাক্ষী দেয়াতে তার মাকেও মেরে ফেলে টিম। টিমকে মানসিক রোগী মনে করা হলেও ধীরে ধীরে বেরিয়ে আসতে শুরু করেন এসবই তৃতীয় কোন সত্তার কাজ।
একটি মন্তব্য পোস্ট করুন