GuidePedia

0

পীরের কথায় বিশ্বাস করে সোনার খোঁজে বাড়ির উঠোনে ৩০ ফুট গর্ত খুঁড়ে সেখানেই আটকে পড়ে মারা গেল পাকিস্তানের বাসিন্দা জিসান কুরেশি!লাহৌর থেকে ৩৫০ কিমি দূরে পঞ্জাবের মুলতানের দিল্লি গেট এলাকার ঘটনা।

খবরে প্রকাশ, দুই বোন, বাবা-মাকে নিয়ে সংসার ২২ বছরের জিসানের। দু’টি ঘরে কোনওমতে মাথাটুকু গুঁজে রাখা। নুন আনতে পান্তা ফুরোয়, এমন হাল সংসারের। 

জিসানের বাবা মহম্মদ মুস্তাফা ছেলের মৃত্যুর তদন্তে নামা পুলিশকে জানিয়েছেন, খুব কষ্টে দিন কাটছে তাঁদের। ছেলের কাজবাজ ছিল না।বছর চারেক আগে এক পীর ছেলেকে বলেছিল, আমাদের বাড়িতে গুপ্তধন আছে। ১৯৪৭-এ দেশভাগের সময় ওপারে চলে যাওয়ার আগে এক শিখ পরিবার বাড়িতে প্রচুর সোনা পুঁতে রেখে গেছে। পীরের কথায় আমরা সবাই বিশ্বাস করেছি।



পীরের কথায় বিশ্বাস করে সোনার খোঁজে বাড়ির উঠোনে ৩০ ফুট গর্ত খুঁড়ে সেখানেই আটকে পড়ে মারা গেল পাকিস্তানের বাসিন্দা জিসান কুরেশি!লাহৌর থেকে ৩৫০ কিমি দূরে পঞ্জাবের মুলতানের দিল্লি গেট এলাকার ঘটনা।

খবরে প্রকাশ, দুই বোন, বাবা-মাকে নিয়ে সংসার ২২ বছরের জিসানের। দু’টি ঘরে কোনওমতে মাথাটুকু গুঁজে রাখা। নুন আনতে পান্তা ফুরোয়, এমন হাল সংসারের। 

জিসানের বাবা মহম্মদ মুস্তাফা ছেলের মৃত্যুর তদন্তে নামা পুলিশকে জানিয়েছেন, খুব কষ্টে দিন কাটছে তাঁদের। ছেলের কাজবাজ ছিল না।বছর চারেক আগে এক পীর ছেলেকে বলেছিল, আমাদের বাড়িতে গুপ্তধন আছে। ১৯৪৭-এ দেশভাগের সময় ওপারে চলে যাওয়ার আগে এক শিখ পরিবার বাড়িতে প্রচুর সোনা পুঁতে রেখে গেছে। পীরের কথায় আমরা সবাই বিশ্বাস করেছি।


আমরা প্রতিবেশীদের নজর এড়িয়ে হত চার বছর ধরে একটু একটু করে মাটি খুঁড়েছি। বছরখানেক আগে ১৫ ফুট গর্ত বেরলেও সোনার খোঁজ মেলেনি। জিসান আবার সেই পীরের কাছে যায়। পীর ওকে অভয় দিয়ে বলে, আছে, আছে, খুঁড়ে যাও, সোনা মিলবেই! গত তিন মাস ধরে জিসানকে পেয়ে বসেছিস সোনার নেশা দিনরাত এক করে সে মাটি খুঁড়েই চলে। ৩০ ফুট গর্ত খুঁড়ে ফেলে। কিন্তু শনিবার গর্তে নেমে আর ফিরে আসেনি! অতঃপর পুলিশকে খবর দেওয়া হয়। ৩৬ ঘণ্টার অভিযানের পর পাওয়া যায় জিসানের প্রাণহীন দেহ।

প্রতিবেশীরা অবশ্য জিসানের পরিবারের খোঁড়াখুঁড়ের ব্যাপারটা টের পেয়ে গিয়েছিল। সলমন শের নামে জনৈক প্রতিবেশী বলেছেন, আমরা পুলিশকে জানিয়েছিলাম, জিসান আর ওর বাবা বাড়িতে খোঁড়াাখুঁড়ি করছে।ব্যাপারটা রহস্যজনক।কিন্তু তখন পুলিশ আমাদের কোনও গুরুত্ব দেয়নি।

ইতিমধ্যেই জিসানের বাবা-মাকে গ্রেফতার করেছে পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top