কনিকা কাপুর ‘রাগিনী এমএমএস-২’-তে এর আগে ‘বেবি ডল’ গানটি গেয়েছেন। এবার তিনি শাহরুখ খানের নতুন ছবি ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতেও গানটি করছেন। সেইসাথে এ ছবির শুরুটা হবে এই গান দিয়ে। আর এ গানে পারফর্ম করবেন এ ছবির প্রধান চরিত্রের অভিনেত্রী দিপীকা পাড়ুকোন।
ফিল্মের প্রোডাকশন সূত্রে ভারতীয় এক সংবাদমাধ্যম জানিয়েছে, শাহরুখ এবং এ ছবির পরিচালক ফারাহ খান বেবি ডল নিয়ে বেশ মাস্তিতে রয়েছেন। আর এ ছবিতে দিপীকাকে একজন বার ড্যান্সার হিসেবে দেখা যাবে।
গৌরি খানের প্রযোজনায় ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতে আরো অভিনয় করছেন অভিষেক বচ্চন, বোমান ইরানীসহ আরো অনেকে। ছবিটি এ বছরের ২৩ অক্টোবর মুক্তি পাবে বলে জানা যায়।
একটি মন্তব্য পোস্ট করুন