
থিবীর নানান প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা আজব খেলার অভাব নেই। বিশ্বের প্রায় প্রতিটি দেশেই কিছু না কিছু আজব প্রকৃতির খেলা রয়েছে। তার মধ্যে গুটি কয়েক খেলা আমাদের কাছে হয়তো পরিচিত। বাকিগুলোর নাম গন্ধও হয়তো আমরা জানতে পারি না। এমনই একটা আজব খেলার নাম ‘এস্তোনিয়া মেথড’। যেখানে স্ত্রীকে কাধে নিয়ে দৌড়াতে হয়। আর সেই দৌড়ে সবার আগে যে যেতে পারে তাকেই বিজয়ী ঘোষণা করা হয়। আজ থেকে প্রায় বিশ বছর আগে ইউরোপের দেশ ফিনল্যান্ডে চালু করা হয়েছিলো এই প্রতিযোগিতাটি। আর তারা এই ধারণাটি পেয়েছিল একজন দুর্ধ্বর্ষ ডকাতের কাছ থেকে। যে কিনা বিভিন্ন অঞ্চল থেকে কাধে করে জিনিসপত্র নিয়ে দৌড়ে পালাতেন। একদিন নাকি হার্কো রোসভো-রকাইনেন এক এলাকার এক বউকে কাধে করে নিয়ে দৌড়ে পালিয়েছিলেন। সেখান থেকেই ধারণা নেয়া হয় খেলাটির। পরবর্তিতে এটি রুপ নেয় বিশ্ব চ্যাম্পিয়নশিপে। যাতে অংশ নেয় কয়েকশো দম্পতি। আর, প্রতিযোগিতাটি হচ্ছে স্ত্রীকে কাঁধে নিয়ে দৌড়। তবে, তা অবশ্যই কোন সহজ পথে নয়। এবার অনুষ্ঠিত ‘এস্তোনিয়া মেথড’ এই দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছিলো ৪০ দম্পতি জুটি। এটি যেন তেন প্রতিযোগিতা নয়। জীবনের নানা কঠিন সময়ের সাথী সেই জীবন সঙ্গিনীকে নিয়ে শিরোপা লড়াইয়ে পাড়ি দিতে হবে কৃত্রিম বন্ধুর পথ। কাঁধে স্ত্রীকে নিয়ে দৌড় আর এ পদ্ধতির নাম ‘এস্তোনিয়া মেথড’। এ পদ্ধতিতেই পার হতে হয় এক একটি বাধা। আর তাতেই নাজহাল অবস্থা প্রতিযোগিদের। প্রিয় সঙ্গিনীসহ ময়লা কাদা পানিতে নাকানি চুবানি খেতে হয়েছে অনেক প্রতিযোগিকে। তারপরও এই প্রতিযোগিতার একটাই মন্ত্র, জিততেই হবে। এবার, স্ত্রীকে নিয়ে এগিয়ে যাওয়ার লড়াইয়ে টানা দ্বিতীয়বারের মত সেরা হয়েছেন টাইস্তো মেইটেনিন দম্পতি। এ জুটি ২৫৩ মিটার ট্রাক পার হতে সময় নেন এক মিনিট ২২ সেকেন্ড। এ আসরে খেলা শেষে সেরা তিন জুটিকে পুরস্কৃত করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.