GuidePedia

0
সময়ের জনপ্রিয় বাহন সাইকেল। বর্তমানে তারুণ্যের ক্রেজ এ বাহনটি। তাই যানটিকে প্রতিনিয়ত আরও আধুনিক, আকর্ষণীয় করার চেষ্টা চলছে বিশ্বজুড়ে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এক ধরনের ফোল্ডিং বাইসাইকেল বেশ জনপ্রিয় হয়েছিল। সেটা ব্যবহার করতেন সৈন্যরা। কিন্তু সে ধারণাকে আরও আধুনিক রূপ দিয়েছেন এখনকার প্রযুক্তিবিদ ও বিজ্ঞানীরা। পিঠে নিয়েই ঘুরতে পারবেন বাইসাইকেল!

বিশেষ করে যারা ভ্রমণ করতে ভালোবাসেন, তাদের জন্য কয়েক বছর ধরে বেশ জনপ্রিয় ব্যাকপ্যাক ফোল্ডিং বাইসাইকেল। বাইসাইকেলটির নাম বার্গমনখ। সাইকেলটির ওজন মাত্র সাড়ে ৯ কেজি। তাই অনায়াসে নেওয়া যায় পিঠে। আর ব্যাগ থেকে খুলে সাইকেলে রূপান্তরিত করতে সময় লাগে মাত্র ২ থেকে ৩ মিনিট। 

এটা চালানো ও মেনটেইন করাও খুব সহজ। মানুষ ছাড়াও এটা অতিরিক্ত ১০-১২ কেজি মালামাল বহন করতে পারে। সামনের চাকাটি বড় হওয়ায় সুবিধা পাওয়া যায় বেশি।

যারা পর্বত আরোহণ করতে ভালোবাসেন তাদের প্রথম পছন্দ বার্গমনখ সাইকেল। কারণ উঁচু-নিচু রাস্তায় চলতে বেশ সুবিধা পাওয়া যায় এতে। আর মালামাল বহনের বিষয়টি তো আছেই। সাইকেলটির দাম বাংলাদেশি টাকায় দেড় থেকে দুই লাখ টাকা।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top