আর দশটি শিশুর মতো ছেলেবেলায় খেলনা নৌকা পানিতে ভাসাননি রবিন লাভলক। নৌকাপ্রীতিও কখনো দেখা যায়নি তাঁর মধ্যে। তার পরও কী আজব কাণ্ড-বুড়ো বয়সে তিনি মেতে আছেন নৌকা নিয়ে। ন্যাটোর এই বিজ্ঞানী সম্প্রতি বানিয়েছেন খেলনা নৌকা। যেমন তেমন নয় নৌকাটি। টানা চার বছরের গবেষণার ফসল! চলে বায়ুশক্তিতে, ভেতরে আছে সৌরশক্তির কম্পিউটার, অবস্থান নির্ণয়ের জন্য বসানো রয়েছে জিপিএস সিস্টেম। প্লাস্টিকের এই খেলনা নৌকাটি নিয়ে নানা গবেষণাও করা হয়েছে। পরীক্ষামূলকভাবে ভাসানো হয়েছে নদীতে। সাত মাসে নৌকাটি পেরিয়েছে পাঁচ হাজার মাইলেরও বেশি পথ। এখনো ভাসছে নদীতে। লাভলকের পরিকল্পনাথএ নৌকাই পাড়ি দেবে ছয় হাজার মাইলের আটলান্টিক মহাসাগর!
একটি মন্তব্য পোস্ট করুন