GuidePedia

0

দক্ষিণ সুদানে সরকার এবং বিদ্রোহী- দুপক্ষের সেনা হিসেবে লড়াই করছে দেশটির ৯,০০০ শিশু। সরকার এবং বিদ্রোহী- দু পক্ষই শিশুদেরকে সেনা হিসেবে নিয়োগ দিয়েছে।

জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান নাভি পিল্লাই এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, যুদ্ধে শিশুদের ব্যবহারের পাশাপাশি দু’পক্ষ আরও একটি মারাত্মক অপরাধ করছে তাহলো- বেসামরিক নাগরিকদের ওপর হামলার কারণে বহু শিশু নিহত হচ্ছে।

দক্ষিণ সুদানে গত চার মাস ধরে বর্বর সহিংসতা চলে আসছে। এতে নিহত হয়েছে কয়েক হাজার মানুষ। ক্ষমতাসীন প্রেসিডেন্ট সালভা কির এবং তারই এক সময়কার সহকারী রিয়েক মাচারের ক্ষমতার দ্বন্দ্ব থেকে এ সহিংসতা শুরু হয়েছে।

এদিকে, দক্ষিণ সুদানে চলমান সহিংসতার কারণে দেশটিতে দেখা দিয়েছে দুর্ভিক্ষের আশংকা। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের প্রধান নাভি পিল্লাই এ সম্পর্কে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দেশটিতে দুর্ভিক্ষ দেখা দিলে তার দায়-দায়িত্ব নিতে হবে দু’পক্ষের নেতাদের।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top