GuidePedia

0

১) চার্জে দিলে মোবাইল তিন মিনিটে ফুল চার্জ দেখাবে

২) মোবাইলে টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, নেইলকাটার, লাইটার সব থাকবে

৩) টুথপিক দিয়েও টাচস্ক্রিন ব্যবহার করা যাবে

৪) সেটগুলির নাম ভুল বানানে থাকবে। যেমনঃ NOKLA, BLACKBELLY, SAMSONG, SONY ERIKSON etc.

৫) যখন কোন Missed call আসবে মনে হবে কাছাকাছি কোন বিমান উড়ে গেল

৬) তিন ফুট সমানের জিনিসও ক্যামেরাতে ঘোলা দেখাবে অথচ ক্যামেরার নিচে প্রিন্ট করা থাকবে "12 Megapixel HD Auto focus "

৭) ফোনের স্পীকার এতই মারাত্নক হবে যে গায়ে হলুদ অনুষ্ঠানও সামলানো যাবে

৮) ফেসবুক, টুইটার, গুগল, ইউটিউব সব থাকবে কিন্তু ওপেন করা যাবে না

৯) চার্জে দেওয়ার পর মোবাইল এতই গরম যে তা দিয়ে কাপড় ইস্ত্রি করা যাবে

১০) পাশ দিয়ে কোন চাইনিজ লোক হেঁটে গেলে ডিসপ্লেতে লেখা উঠবে "Bluetooth device found".


একটি মন্তব্য পোস্ট করুন

 
Top