দুর্ঘটনা মানুষের জীবনে ঘটতেই পারে। তবে কিছু কিছু দুর্ঘটনার ক্ষত মানুষকে আজীবন বয়ে বেড়াতে হয়। গত এক বছর আগে রোমানিয়ার এক নির্মাণ শ্রমিক আকস্মিক এক দুর্ঘটনায় মাথার অর্ধেকটাই হারিয়ে ফেলেন এবং পরে অস্ত্রোপচার শেষে দীর্ঘদিন পর তিনি স্বাভাবিক জীবনে ফেরেন। তবে সেই দুর্ঘটনার একটি ক্ষতচিহ্ন আজো তাকে বয়ে বেড়াতে হয়। চলাফেরায় তার কোনো সমস্যা না হলেও তবে যে কেউ লোকটিকে দেখার পর আতকে ওঠেন। মঙ্গলবার যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম ডেইলি মেইলে তাকে নিয়ে একটি প্রতিবেদনে প্রকাশ করে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, এলভিস রোমিও লিঙ্গিউরার (২৪) নামের ঐ শ্রমিক নির্মাণ কাজ করতো। একদিন কাজ করতে গিয়ে হঠাৎ দুর্ঘটনার শিকার হন তিনি। এ দুর্ঘটনায় তার মাথার অর্ধেক মাংস হারিয়ে যায়।
পরে তাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাকে মাথায় অস্ত্রোপচার করার পরামর্শ দেন। এর জন্যে তাকে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। এটি তার পক্ষে বহন করা সম্ভব ছিল না।
পরে কয়েকটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও অনেকের ব্যক্তিগত আর্থিক সহযোগিতায় তার অস্ত্রোপচার করানো হয়। গত একবছর ধরে এখনো তিনি সুস্থ আছেন।
একটি মন্তব্য পোস্ট করুন