দেখতে সুন্দর হলেই সেই নায়িকা সফল, এমন ধারণা রয়েছে আমাদের সবারই। কিন্তু এর ব্যতিক্রমও যে ঘটতে পারে তা আমরা ভাবিই না। আর তাই এবার আপনাদের জন্য নিয়ে হাজির হলাম বলিউডের এমনই সব নায়িকার তালিকা নিয়ে যারা রূপসী তো বটে কিন্তু সিনেমা জগতে ততটাই ফ্লপ।
স্নেহা উলাল
বলিউডে তাকে নিয়ে আসেন সোহেল খান। সালমানের বিপরীতে প্রথম সিনেমা বলিউডে। সব কিছু মিলিয়ে শুরুটা ভালো ছিল স্নেহা উলালের। কিন্তু প্রথম সিনেমাটি বক্স অফিসে ঝড় তুলতে পারেনি। তার বেশ কয়েকটি সিনেমাতে অভিনয় করলেও সফলতার খোঁজ পাননি তিনি।
বলিউডে তাকে নিয়ে আসেন সোহেল খান। সালমানের বিপরীতে প্রথম সিনেমা বলিউডে। সব কিছু মিলিয়ে শুরুটা ভালো ছিল স্নেহা উলালের। কিন্তু প্রথম সিনেমাটি বক্স অফিসে ঝড় তুলতে পারেনি। তার বেশ কয়েকটি সিনেমাতে অভিনয় করলেও সফলতার খোঁজ পাননি তিনি।
সুস্মিতা সেন
১৯৯৬ সালে বিশ্ব সুন্দরীর খেতাব পাওয়া এই অভিনেত্রী সফলতা অর্জন করতে পারেননি যতটা ভাবা হয়েছিল। শুরুতে বেশ কয়েকটি কমেডি সিনেমাতে অভিনয় করলেও ব্লক বাস্টার হিটের ছোঁয়া পাননি আজও।
১৯৯৬ সালে বিশ্ব সুন্দরীর খেতাব পাওয়া এই অভিনেত্রী সফলতা অর্জন করতে পারেননি যতটা ভাবা হয়েছিল। শুরুতে বেশ কয়েকটি কমেডি সিনেমাতে অভিনয় করলেও ব্লক বাস্টার হিটের ছোঁয়া পাননি আজও।
রাইমা সেন
জনপ্রিয় বাঙালি অভিনেত্রী মুনমুন সেন। প্রিয়দর্শনী এই নায়িকা কলকাতার সিনেমার পাশপাশি অভিনয় করেছেন বলিউডের সিনেমাতেও। আর কেনই বা করবেন না এই অভিনেত্রীর মা ছিলেন আরেক কালজয়ী অভিনেত্রী সুচিত্রা সেন। তবে দুঃখজনক হলেও সত্যি যে বড় এই মুনমুনের ছোট মেয়ে রিয়া সেন সেন ততো টা সফলতা অর্জন করতে পারেনি। অথচ বড় বোন রাইমা ঠিকই টলিউডে তার স্থানটি পক্ত করে নিয়েছেন অভিনয় দক্ষতা দিয়ে। সুনাম কুড়িয়েছেন ভালো অভিনেত্রী হিসাবে। রিয়ার বলিউড এবং টলিউদ উভয় ক্ষেত্রে অসফলতার পেছনে সিনেমা নির্বাচনকেই কারণ হিসেবে ধরা হয়।
জনপ্রিয় বাঙালি অভিনেত্রী মুনমুন সেন। প্রিয়দর্শনী এই নায়িকা কলকাতার সিনেমার পাশপাশি অভিনয় করেছেন বলিউডের সিনেমাতেও। আর কেনই বা করবেন না এই অভিনেত্রীর মা ছিলেন আরেক কালজয়ী অভিনেত্রী সুচিত্রা সেন। তবে দুঃখজনক হলেও সত্যি যে বড় এই মুনমুনের ছোট মেয়ে রিয়া সেন সেন ততো টা সফলতা অর্জন করতে পারেনি। অথচ বড় বোন রাইমা ঠিকই টলিউডে তার স্থানটি পক্ত করে নিয়েছেন অভিনয় দক্ষতা দিয়ে। সুনাম কুড়িয়েছেন ভালো অভিনেত্রী হিসাবে। রিয়ার বলিউড এবং টলিউদ উভয় ক্ষেত্রে অসফলতার পেছনে সিনেমা নির্বাচনকেই কারণ হিসেবে ধরা হয়।
তানিশা মুখারজি
প্রথম সিনেমাতেই ফ্লপ খাওয়া এই তারকা যেন আর উঠেই দাঁড়াতে পারলেন না। কাজলের মতো দক্ষ অভিনেত্রী বোন হওয়া সত্ত্বেও সিনেমা ক্যারিয়ারে তা কোন প্রভাবই ফেলতে পারেনি। এই অভিনেত্রীর সব গুলো সিনেমাই ফ্লপ হয়। আর এখন তাকে দেখা যায় না বললেই চলে।
প্রথম সিনেমাতেই ফ্লপ খাওয়া এই তারকা যেন আর উঠেই দাঁড়াতে পারলেন না। কাজলের মতো দক্ষ অভিনেত্রী বোন হওয়া সত্ত্বেও সিনেমা ক্যারিয়ারে তা কোন প্রভাবই ফেলতে পারেনি। এই অভিনেত্রীর সব গুলো সিনেমাই ফ্লপ হয়। আর এখন তাকে দেখা যায় না বললেই চলে।
এশা দেওল
অনেকটা রিয়ার মতই এশা দক্ষ অভিনেত্রী এবং একই সাথে সুন্দরী নায়িকা হেমা মালিনীর মেয়ে হয়েও তেমন সফলতার মুখ দেখতে পাননি। 'কোই মেরে দিলসে পুছে' সিনেমা দিয়ে বলিউডে পদার্পণ করেন, অতঃপর বেশ কয়েকটি সিনেমাতে অভিনয় করলেও তেমন জনপ্রিয়তা অর্জন করতে পারেন নি এই তারকা। বলিউডে তার ক্যারিয়ারের বিদায় ঘণ্টা বেজে ওঠে ব্যবসায়ীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরেই।
অনেকটা রিয়ার মতই এশা দক্ষ অভিনেত্রী এবং একই সাথে সুন্দরী নায়িকা হেমা মালিনীর মেয়ে হয়েও তেমন সফলতার মুখ দেখতে পাননি। 'কোই মেরে দিলসে পুছে' সিনেমা দিয়ে বলিউডে পদার্পণ করেন, অতঃপর বেশ কয়েকটি সিনেমাতে অভিনয় করলেও তেমন জনপ্রিয়তা অর্জন করতে পারেন নি এই তারকা। বলিউডে তার ক্যারিয়ারের বিদায় ঘণ্টা বেজে ওঠে ব্যবসায়ীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরেই।
অমৃতা আররা
বলিউডের অন্যতম আলোচিত অথচ ফ্লপ তারকার তালিকায় রয়েছেন এই অভিনেত্রী। রূপালী পর্দায় বরাবরই খোলামেলা ভাবে উপস্থাপন হওয়ার জন্য সমালোচনার সম্মুখীন হতে হয়েছে এই তারকাকে। তবে এই তারকাকে কখনোই অভিনয় শৈলী প্রদর্শনে দেখা যায়নি।
বলিউডের অন্যতম আলোচিত অথচ ফ্লপ তারকার তালিকায় রয়েছেন এই অভিনেত্রী। রূপালী পর্দায় বরাবরই খোলামেলা ভাবে উপস্থাপন হওয়ার জন্য সমালোচনার সম্মুখীন হতে হয়েছে এই তারকাকে। তবে এই তারকাকে কখনোই অভিনয় শৈলী প্রদর্শনে দেখা যায়নি।
শামিতা শেঠী
বলিউডের শীর্ষ অভিনেত্রীদের একজন শিল্পা শেঠীর ছোট বোন শামিতা শেঠীর বলিউডের শুরুটা যশ রাজ চোপড়া প্রোডাকশন থেকে হলেও বোনের মতো জনপ্রিয়তা অর্জন করতে পারেনি এই অভিনেত্রী।
বলিউডের শীর্ষ অভিনেত্রীদের একজন শিল্পা শেঠীর ছোট বোন শামিতা শেঠীর বলিউডের শুরুটা যশ রাজ চোপড়া প্রোডাকশন থেকে হলেও বোনের মতো জনপ্রিয়তা অর্জন করতে পারেনি এই অভিনেত্রী।
একটি মন্তব্য পোস্ট করুন