বিনোদন : সানি লিওন যেদিন থেকে বলিউডে পা রেখেছেন। সেদিন থেকেই অনেকে নড়ে চড়ে বসেছেন। বিশেষ করে যারা এতোদিন সানি লিওনের ভূমিকায় ছিলেন। সকলেই ভেবেছিলেন পেটের ধান্দায় এবার অন্য কিছু করতে হবে। কেননা সানি লিওনের সঙ্গে টেক্কা দেওয়াই যে দায়। তার মত এত খোলা মেলা হওয়ার সাহস কার?
আর তাইতো প্রায়ই শোনা যায় সানি তার ভয়াবহ রকমের গ্লামার দেখিয়ে একে টপকাচ্ছেন তো ওকে টপকাচ্ছেন। নতুন খবর হলো এমটিভির স্পিটসভিলায় হানা দিচ্ছেন সানি। এতোদিন এই রিয়েলিটি শোটি শার্লিন চোপড়া চালিয়ে নিচ্ছিলেন। তবে এখন থেকে এটা গেলো সানির ঝুলিতে।
বড় পর্দা উত্তেজনার ঝড় তুলে এমটিভির স্পিটসভিলার মাধ্যমে ছোট পর্দায় ফিরছেন সানি। স্পিট ভিলার সপ্তম আসরে সানি লিওনকে অনুষ্ঠানটি সঞ্চালনা করতে দেখা যাবে। এমটিভির পর্দায় সানি লিওনকে যাদের দেখার ইচ্ছে তাদের খানিকটা অপেক্ষা করতে হবে। কেননা, এবছরের শেষের দিকে স্পিটসভিলার শুটিং শুরু হবে।
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.