রোড শো করে মনোনয়ন দাখিল করলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা অভিনেতা দীপক অধিকারী(দেব)। সোমবার দুপুরে তাঁর জেলার দায়িত্বে থাকা রিটার্নিং অফিসার সুশান্ত চক্রবর্তীর দফতরে গিয়ে মনোনয়ন দাখিল করেন দেব।
পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই অভিনেতা বলেন, মনোনয়ন দাখিল করে ভালো লাগছে। মানুষের জন্য কাজ করলে আরও ভালো লাগবে।
এদিন বিদ্যাসাগর হল থেকে শুরু হয়েছিল অভিনেতা দেবের রোড শো। রোড শো ঘিরে প্রচুর মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। রাস্তার দুপাশে প্রচুর মানুষের ভিড় জমিয়েছিল শুধু অভিনেতা দেবকে দেখার জন্য। রাজনীতিবিদদের ঢঙেই কখনও হাত নেড়ে, আবার কখনও হাসি মুখে মানুষের মন রাখলেন দেব। মনোনয়ন দাখিলের সময় তৃণমূল প্রার্থীর পাশে ছিলেন জেলার তৃণমূল নেতা কর্মীরা।
একটি মন্তব্য পোস্ট করুন