GuidePedia

0

(দুর্লভ প্রেম) বলিউড ছেড়ে এবার তামিল সিনেমার রাজ্যে পা দিতে চললেন সানি। রাগিনী এমএমএস-২ ছবির সাফল্যের পর এবার সানি লিওনকে দেখা যাবে তামিল ফিল্ম ‘ভগাকরি’-তে। যদিও এ ছবিতে একটা ছোট চরিত্রে দেখা দেবেন সানি।

খবর বলছে, এই ছবিতে ছোট্ট ভূমিকার অভিনয়ের জন্যই সানি নাকি এককোটি টাকা নিয়েছেন। আরও জানা যায় এই ছবিতে সানি এক্কেবারে ভারতীয় সাজে দর্শদের সামনে আসতে চলেছেন। শাড়ী পড়ে, মাথায় ফুল লাগিয়ে পর্দায় আসবেন তিনি।

তবে এ ছবিতে সানির একটা আইটেম সংও রয়েছে অবশ্য। সম্প্রতি এই ছবিরই শ্যুটিং হল চেন্নাইতে। সানির এই চাহিদা থেকেই বোঝা যাচ্ছে হিন্দি ছবি ছাড়াও দক্ষিণ ভারতীয় ছবিতেও নিজের ছরি ঘোরাবেন সানি।

এখন প্রশ্ন হলো, এইটুকুন কাজের জন্য এক কোটি টাকা পাচ্ছেন। তবে কি সানিই হতে চলেছেন বলিউডের সবচাইতে দামী নায়িকা?

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top