GuidePedia

0

অার দেশে ফিরছেন না ঢালিউডের এক সময়কার জনপ্রিয় নায়িকা শাবনূর। আগামী জুন মাসে তার দেশে ফেরার কথা থাকলেও তা আর হচ্ছে না। সিনেমার রঙিন জগতকে চিরতরে ‘গুড বাই’ জানিয়ে অস্ট্রেলিয়াতেই স্থায়ী হচ্ছেন তিনি। শাবনূরের ঘনিষ্ঠ সূত্র এমন তথ্য দিয়েছে।জানা গেছে, অস্ট্রেলিয়াতেই ব্যাবসা শুরু করার প্রস্তুতি নিচ্ছেন এ নায়িকা। এ ক্ষেত্রে তার সঙ্গে থাকবেন বড় বোন ঝুমুরও। ব্যবসার বাইরে একমাত্র সন্তানকে মানুষ করাই তার লক্ষ্য। শাবনূরের স্বামী অনিকও তেমনটাই চাচ্ছেন। অনিকের ইচ্ছাতেই শেষ পর্যন্ত দেশে না ফেরার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন ঢালিউডের অসংখ্য হিট ছবির এ নায়িকা।সূত্র মতে, মাস দুয়েক আগেও দেশে ফেরার সিদ্ধান্তে অটল ছিলেন শাবনূর। সেজন্যে ঢালিউডের পরিচালকদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ ছিল তার। কিন্তু সম্প্রতি, বেশ কিছু পরিচালকের আচরণ শাবনূরকে হতাশ করে। এরপরই নতুন সিদ্ধান্ত নেন তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top