GuidePedia
Latest News

0

কেউ সারা জীবনে খাবারের পেছনে যে অর্থ ব্যয় করে সেই অর্থে কেউ হয়তো তার এক বেলার খাবারে ব্যয় করে।

আমেরিকানদের আয় বছরে পৃথিবীর অনেক দেশের চেয়ে বেশি। তবে তার মানে এই নয় যে তারা খাবার, এলকোহল কিংবা তামাকজাত দ্রব্যে বেশি খরচ করতে পারে।

আমেরিকানরা তাদের আয়ের অতি ক্ষুদ্র অংশ খাবারের পেছনে ব্যয় করে। আর তা বোঝা যায় খাবারের পেছনে ব্যয় করা দেশের তালিকা দেখে।

সম্প্রতি গত বছর বিশ্বের সবচেয়ে বেশি খাবারের পেছনে অর্থ ব্যয় করা দেশের তালিকা প্রকাশ করা হয়েছে।

১. সুইজারল্যান্ড- জনপ্রতি খাবারের পেছনে ব্যয় ৮০২৪ ডলার

২. নরওয়ে- জনপ্রতি খাবারের পেছনে ব্যয় ৭৬২৪ ডলার

৩. অস্ট্রেলিয়া- জনপ্রতি খাবারের পেছনে ব্যয় ৭২৭৭ ডলার

৪. জাপান- জনপ্রতি খাবারের পেছনে ব্যয় ৬৫৫৬ ডলার

৫. সুইডেন- জনপ্রতি খাবারের পেছনে ব্যয় ৫৬৬৬ ডলার

৬. নিউজিল্যান্ড- জনপ্রতি খাবারের পেছনে ব্যয় ৫৬৫৬ ডলার

৮. অস্ট্রিয়া- জনপ্রতি খাবারের পেছনে ব্যয় ৫২৩৯ ডলার

৯. স্পেন- জনপ্রতি খাবারের পেছনে ব্যয় ৫১৬০ ডলার

১০. হংকং- জনপ্রতি খাবারের পেছনে ব্যয় ৫১২৮ ডলার

একটি মন্তব্য পোস্ট করুন

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top