পহেলা বৈশাখ। বাংলা বছরের প্রথম দিনটি বরণ করে নিতে নানান সাজে বাঙালিরা বেড়াতে বের হন এই দিনে, হাসি আনন্দে কাটিয়ে দেন সারাটা দিন। পরিবার পরিজনকে নিয়ে প্রচন্ড গরমের এই দিনটিতে ঘুরতে বের হয়ে অনেকেই পড়েন বিপাকে। গরমে ঘেমে নেয়ে একাকার অবস্থা হয়ে যায় অধিকাংশ মানুষের। আর তার সাথে বাইরে খাওয়া দাওয়া নিয়েও লেগে থাকে নানান রকম অসুখ বিসুখ।
পহেলা বৈশাখে বাড়ি থেকে বের হওয়ার আগে জেনে নেয়া উচিত কিছু টিপস। টিপস গুলো আগেই জেনে নিলে পহেলা বৈশাখের দিন বিপদে পড়ার সম্ভাবনা কম থাকে। আসুন তাহলে জেনে নেয়া যাক পহেলা বৈশাখের জন্য কিছু টিপস সম্পর্কে।
বাইরে বের হওয়ার আগে অবশ্যই এক বোতল পানি নিয়ে নিন সঙ্গে।
পহেলা বৈশাখের দিন অনেক হাঁটাহাঁটি করতে হয়। তাই এইদিন উঁচু হিল জুতা না পরাই ভালো।
খুব বেশি জবড়জং কাপড় পরবেন না এই দিনে। কারণ রোদের মধ্যে গেলে জবড়জং কাপড় পরে আপনার সাজ পোশাক পুরোটাই নষ্ট হয়ে যাবে এবং সেই সঙ্গে প্রচন্ড অস্বস্তি লাগবে।
বাইরে বের হওয়ার সময় কিছু শুকনো খাবার নিয়ে নিন ব্যাগে। পহেলা বৈশাখে অনেক খাওয়ার দোকান থাকে পথেঘাটে। কিন্তু সেগুলোর অধিকাংশ গুলোতেই থাকে বাসি খাবার যা পেটের অসুখ সৃষ্টি করার সম্ভাবনা থাকে।
পহেলা বৈশাখের দিন অতিরিক্ত গরম ও রোদ থাকে। তাই বাইরে বের হওয়ার আগে সঙ্গে নিন ছাতা, ছোট হাত পাখা ও একটি সানগ্লাস।
পহেলা বৈশাখে অধিকাংশ যায়গাতেই বসার যায়গা থাকে না। আর সাদা কাপড় পরে তো যেখানে সেখানে বসাও যায় না। তাই সঙ্গে একটি পুরোনো খবরের কাগজ রাখুন। তাহলে যেকোনো যায়গায় খবরের কাগজ বিছিয়ে বসে বিশ্রাম নিতে পারবেন।
নারীরা সাথে অবশ্যই সেফটিপিন ও চিরুনি রাখুন।
পকেটে পর্যাপ্ত ভাংতি টাকা নিয়ে বের হবেন।
বাচ্চাদের নিয়ে সকালে বের হলে ১২ তার আগেই বাসায় ফিরে আসুন, কিংবা বিকালে বেড়াতে যান।
হুজুগে পড়ে অস্বাস্থ্যকর পান্তা-ইলিশ খেয়ে অসুস্থ হবেন না যেন।
ভিড়ের মাঝে নিজের দামী মোবাইল বা ল্যাপটপ সম্পর্কে খুব সাবধান, বাচ্চাদের হাত একটু জন্যও ছাড়বেন না।
একটি মন্তব্য পোস্ট করুন