স্পোর্টস : চ্যাম্পিয়ন্স লিগের এক মৌসুমে সর্বোচ্চ গোলদাতার নতুন রেকর্ড গড়লেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। গত মঙ্গলবার এলিয়েঞ্জ এরেনায় বায়ার্ন মিউনিখের বিপক্ষে সেমিফাইনালের দ্বিতীয় লেগে চলতি মৌসুমে ১৫তম গোল করলেন। আর এই গোলে বার্সেলোনার লিওনেল মেসির ১৪ গোলের রেকর্ড ভাঙলেন পর্তুগিজ উইঙ্গার।
২০১১-১২ মৌসুমে মেসি ১১ ম্যাচে ১৪ গোল করেছিলেন। আর রোনালদোর এই রেকর্ড আরও উন্নতমানের। ১০ ম্যাচে মেসিকে ছাড়িয়ে গেলেন তিনি। গ্যালাতাসারেইর বিপক্ষে গ্রুপ পর্ব খেলা হয়নি তার।
ইউরোপীয় মঞ্চে এমন রেকর্ড আর কেউ গড়তে পারেননি। ২৯ বছর বয়সী তারকা এই মাইলফলকটি আরও শক্ত করতে পারবেন ফাইনালের লড়াইয়ে। কারণ বায়ানের্র বিপক্ষে প্রথম লেগে ১-০ গোলে এগিয়ে থাকা দলটি ফাইনাল নিশ্চিতের অপেক্ষায় আর মাত্র কয়েকটা মিনিট।
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.