সোজা সাপটা কথা বলায় তার সুনাম আছে। এড়িয়ে যান না স্পর্শকাতর কোন বিষয়ও। অকপটে জানালেন, পকেটে সবসময় কনডমের প্যাকেট নিয়ে চলেন। মানুষটি হচ্ছেন বলিউড অভিনেতা রণবীর সিং। সম্প্রতি একটি কনডমের বিজ্ঞাপনে মডেল হয়েছেন তিনি। ইতিমধ্যে ভারতীয় চ্যানেলগুলোতে এর প্রচার শুরু হয়েছে। বিজ্ঞাপনটি নিয়ে একটি সংবাদমাধ্যম জিজ্ঞেস করলে রণবীর বলেন, ‘সব প্রেমিকদের সঙ্গে কনডম রাখা উচিত। আমি নিজেই সবসময় কনডমের প্যাকেট রাখি।’ এর আগে একবার রণবীর মন্তব্য করেছিলেন, খাবারের মতই দিনে দু’বার সেক্স চাই-ই চাই।
একটি মন্তব্য পোস্ট করুন