ডেস্ক: বলিউডের অভিনেতা ইন্দর কুমারকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৩ বছরের বয়সী এক মডেলকে তার বাসায় দুবার ধর্ষণের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।
ছবিতে অভিনয়ের সুযোগ দেয়ার কথা বলে বন্ধুত্ব স্থাপনের পর ওই মডেলকে তিনি ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়।
পুলিশ জানিয়েছে, ধর্ষণের শিকার ওই মডেল অভিযোগ করেন, ছবিতে প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ দেয়ার কথা বলে গত কয়েকদিনে ইন্দর কুমার তাকে দুবার ধর্ষণ করেছেন। এছাড়া ওই মডেলকে তিনি বিয়ারের বোতল দিয়ে আঘাত করে শরীরে সিগারেটের স্যাঁকাও দিয়েছেন। শুক্রবার তাকে গ্রেপ্তার করে পুলিশ।
ইন্দর কুমার বলিউডের ওয়ানটেড, মা তুঝে সালাম, বাঘি, মাসোম ইত্যাদি ছবিতে অভিনয় করেছেন। ইন্দর কুমারের স্ত্রী থাকলেও তারা একই ভবনের ভিন্ন ফ্ল্যাটে বাস করেন।
একটি মন্তব্য পোস্ট করুন