‘যশ রাজ ফিল্মস’র প্রযোজনায় রণভীরের সাথে প্রথমবারের মত জুটিবদ্ধ হন তিনি। প্রথমবারেই রণভীরের বিপরীতে পরিণীতি চোপড়াকে ভাল মতই নিয়েছে দর্শক। তবে খবর হল দ্বিতীয়বারের মত রণভীর-পরিণীতিকে একসাথে দেখতে পাবে তার ভক্তরা।
এবারো ‘যশ রাজ ফিল্মস’র প্রযোজনায় ‘কিল দিল’ সিনেমায় দেখা যাবে এই তারকাজুটিকে। 'লেডিস ভার্সেস রিকি বেহেল' সিনেমায় রণভীরের বিপরীতে দর্শক ভারী গড়নের পরিনীতিকে দেখলেও এই সিনেমাটি দিয়ে একেবারে স্লীম ফিট পরিণীতিকে দেখতে পাবে দর্শক।
ছবিতে দেখুন নতুন লুকে আকর্ষণীয় পরিণীতি চোপড়াকে। নতুন সিনেমা 'কিল দিল' একে বারে নিজেকে ভেঙে নতুনভাবেই উপস্থাপন হতে যাচ্ছেন পরিণীতি, এমন খবরে পুরো বলিউড জুড়ে শুরু হয়ে যায় কানাঘুষা, কেউ কেউ পরিনীতির এমন পরিবর্তন কে স্বাগত জানিয়েছেন আবার কেউ নাক শিটকিয়েছেন। তবে প্রথম দর্শনেই বুঝিয়ে দিলেন তিনিও সংক্ষিপ্ত পোশাকে ততটাই আকর্ষণীয়।
সম্প্রতি মুম্বাইয়ের লাভাসা নামক স্থানে চলচ্ছিল সিনেমার গানের শুটিং। রংচঙে পোশাকে রণভীর-পরিণীতি সাদা ঘোড়ায় চেপে শুটিং করছিলেন তারা।
অন্যদিকে জানা যায় এই সিনেমাটি দিয়েই দর্শক প্রথমবারের মত গোবিন্দকে নেতিবাচক চরিত্রে দেখতে পাবে।
- See more at: http://www.priyo.com/2014/04/24/65797-%E0%A6%95%E0%A6%BF%E0%A6%B2-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B2-%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A3%E0%A7%80%E0%A6%A4%E0%A6%BF-%E0%A6%9A%E0%A7%8B%E0%A6%AA%E0%A7%9C%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%9F-%E0%A6%B2%E0%A7%81%E0%A6%95-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%96%E0%A7%81%E0%A6%A8-%E0%A6%9B%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87#sthash.8M3a8dAv.dpuf
একটি মন্তব্য পোস্ট করুন