আইপিএলে উত্তেজনা ছড়ানো কলকাতা-বেঙ্গালুরুর ম্যাচে সব কিছুকে ছাড়িয়ে গেছে বিনয় কুমারের করা শেষ ওভারের চতুর্থ বলে ক্রিস লিনের অবিশ্বাস্য ক্যাচ।
কলকাতার জয়ের জন্য তখন দরকার ৩ বলে ৬। উইকেটে এবি ডি ভিলিয়ার্স। বিনয়ের খাটো লেংথের বল সজোরে ব্যাট চালালেন ডি ভিলিয়ার্স। বল তালুবন্দি করতে না পারলে নিশ্চিত ছক্কা। আর ছক্কা হলে যে ম্যাচও হাতছাড়া! কিন্তু ২৪ বছর বয়সী অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ক্রিস লিন শূন্য থেকে মাটিতে এমনভাবে অবতরণ করলেন, তা দেখলে বিস্ময়ে বিমূঢ় না হয়ে উপায় নেই!
এই অবিশ্বাস্য কেচ ধরে শুধু ছক্কা বাঁচিয়েছে তা নয়, বাঁচিয়েছেন পুরো দলকেই। ঔই ক্যাচেই বদলে গিয়েছে ম্যাচের ফল। জয়ের হাসি নিয়ে ফিরেছে কলকাতা।
ঔই ম্যাচে ম্যাচ সেরার পুস্কারটাও ওঠেছে মাত্রই দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা সম্পন্ন কুইন্সল্যান্ডের এ ব্যাটসম্যানের হাতেই। শুধু এই অবিম্বাস্য কেচ নয় ব্যাট হতেও করেছেন ৪৫ রান।
মাত্র ৩১ বলে ৩ চার ও ৩ ছক্কায় এ রান করেন তিনি। তার ৪৫ রানে ভর করে ৭ উইকেট হারিয়ে ১৫০ রান সংগ্রহ করে কলকাতা।
একটি মন্তব্য পোস্ট করুন