দীর্ঘদিন পর বলিউডে ফিরছেন প্রীতি জিনতা।
আর এসেই খোলামেলা আইটেম গান নিয়ে হাজির হচ্ছেন তিনি।
জানা গেছে, ব্যাপক খোলামেলারূপেই এই গানে পারফর্ম করবেন তিনি।
গানটির কোারিওগ্রাফি করবেন গনেশ আচার্য। গানটি নিয়ে বেশ এক্সাইটেড প্রীতি।
এ বিষয়ে তিনি বলেন, আইটেম গানের প্রতি ঝোঁক আমার বরাবরই ছিল।
শুধু সুযোগের অপেক্ষায় ছিলাম। আমার বন্ধু ফারহান যখন প্রস্তাবটি করলো তখন রাজি হয়ে যাই।
বেশ বড় আয়োজনের এ আইটেম গানে হট প্রীতিকেই সবাই পাবেন।
গানটির শুটিংয়ে খুব শিগগিরই অংশ নেবো। আশা করছি ভাল লাগবে সবার।
নাম না ঠিক হওয়া এ ছবিটি পরিচালনা করছেন ফারহান আক্তার।
তবে ছবিটিতে অভিনয় করবেন না, শুধু আইটেম গানেই কোমর দুলাবেন প্রীতি।
একটি মন্তব্য পোস্ট করুন