বলিউড অভিনেতা অনিল কাপুরের কন্যা সোনম কাপুর কি এবারই রূপালী পর্দায় চুমুর দৃশ্যে অভিনয় করছেন?
তার ভক্তদের অনেকেই মনে করেন এবারই প্রথম চুম্বন দৃশ্যে অভিনয় করছেন সোনম। কিন্তু না। এর আগে দুবার তিনি এমন দৃশ্যে অভিনয় করেছেন। কিন্তু তা দর্শকরা দেখতে পানননি। কারণ চূড়ান্ত সম্পাদনায় তা বাদ পড়েছে। ওই দুটি দৃশ্যে তার সঙ্গে ছিলেন অভি দেওল ও শহীদ কাপুর।
তবে বলিউডের ক্যারিয়ারে এবারই প্রথম তিনি ‘বেওকুফিয়ান’ ছবিতে বিকিনি পরে অভিনয় করেছেন।
একটি মন্তব্য পোস্ট করুন