
মিরপুরে অর্ধ মসত্মক এক অদ্ভুদ কন্যা শিশু জন্ম হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতাল গেট সংলগ্ন জয়মন ক্লিনিকে চিথলিয়া ইউনিয়নের পাহাড়পুর গ্রামের ট্রাক্টর চালক নাহারুল ইসলামের স্ত্রী রোখসানা খাতুন (৪০) অর্ধ মসত্মক এ অদ্ভুদ কন্যা শিশুটি প্রসব করেন। ডাঃ জাকারিয়া তুহিনের তত্ত্ববাধানে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশুটিকে ভুমিষ্ট করা হয়। অদ্ভুদ এ শিশুটিকে এক নজর দেখার জন্য উৎসুক জনতা ওই ক্লিনেকে ভীড় জমায়। এ রিপোর্ট লেখা পর্যমত্ম শিশুটি জীবিত ছিলো। উল্লেখ্য ২ বছর পূর্বেও ওই গৃহবধূ একই ধরণের পুত্র সমত্মান প্রসব করলেও ২৪ ঘন্টা পর শিশুটি মারা যায়।
একটি মন্তব্য পোস্ট করুন