
প্রতিদিন ছয় ঘন্টা ধরে স্পা করার কথা অস্বীকার করলেন আমেরিকার মডেল-অভিনেত্রী কিম কার্দেশিয়ান। এরকম খবর ছড়ানোয় কিছুটা বিরক্ত কিম। কিম বলেছেন, তিনি এখন অনেক বেশি সময় তাঁর মেয়ের সঙ্গে কাটাতেই পছন্দ করেন। সংবাদমাধ্যমে খবর বেরিয়েছিল, প্রতিদিনই ছয় ঘন্টা ধরে স্পা করেন কিম।
সম্প্রতি থাইল্যান্ডে বেড়াতে এসে একটি হোটেল প্রতিদিনই স্পা করেছেন। কিন্তু এব্যাপারে আমেরিকার টেলিভিশন ও সোশ্যাল মিডিয়ার সুপরিচিত মুখ কিম বলেছেন, খবরে পড়লাম আমি নাকি প্রতিদিন স্পা করিয়েছি। আর হোটেল সূত্রে নাকি এ খবর জানানো হয়েছে। কিন্তু জানাতে চাই, আমি একবার ম্যাসাজ পর্যন্ত করিনি, ম্যানিকিওর বা অন্য কোন স্পা ট্রিটমেন্ট তো দুরের কথা। তাই এরকম মিথ্যা খবর ছড়ানোটা আমার আদৌ পছন্দ হয়নি। কিমকে উদ্ধৃত করে এ কথা জানিয়েছে একটি ওয়েবসাইট।
তিনি আরও বলেছেন, ঝাঁ চকচকে, বিলাসবহুল রিসর্ট ও স্পা-র প্রচারের জন্য এরকম খবর ছড়ানো হতে পারে। কিন্তু আমার ব্যাপারে মিথ্যে বলাটা পছন্দ করছি না। স্পা-র জন্য এতটা সময় ব্যয় করার থেকে আমি আমার পরিবার ও মেয়ের সঙ্গে অনেক বেশি সময় কাটাতে ভালোবাসি।
একটি মন্তব্য পোস্ট করুন