
পঞ্চগড়ে ছাগলের পেট থেকে জন্ম নিল হাতির বাচ্চা, কথাটি অবাস্তব হলেও সত্য। সোমবার একটি ছাগল তিনটি বাচ্চা প্রসব করলে একটি বাচ্চা দেখতে হাতির বাচ্চার ন্যায় দেখা যায়।
ঘটনাটি ঘটেছে পঞ্চগড় সদর উপজেলার ভিতরগড় এর প্রধান পাড়া গ্রামে আশরাফুল হকের বাড়ীতে এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হওয়ার পর, মুহূর্তের মধ্যে হাজার মানুষ হাতির বাচ্চাটি এক পলক দেখার জন্য ছুটে আসেন।
আশরাফুল হক জানান, আমার পোষা স্ত্রী ছাগলটি সকাল সাড়ে ১০টার সময় প্রসব বেদনা উঠলে তিনটি বাচ্চা প্রসব করে। তার মধ্যে দুটি বাচ্চার গঠন ছাগলের ন্যায় আর অন্যটি দেখতে হাতির বাচ্চার মতোই। মাথার উপরে একটি হাতির শুরের মতো, দুই ধারে দুটি চোখ এবং হাতির মুখের মতো ছাগলটির গঠন হয়েছে। এই ছাগলটি দেখতে হুবহু হাতির বাচ্চার মতোই। এই বাচ্চাটির ওজন অন্য দুটি বাচ্চার চেয়েও দিগুণ বেশী। হাতির বাচ্চার মতো দেখতে বাচ্চাটি জন্ম নেয় সকাল সাড়ে ১০ টায়। পরে দুপুর ২টায় মারা যায়।
এলাকাবাসী জানান, অনেকের মতে ভিতরগড়ে হাজার বছর আগে হাতির ব্যাপক প্রচলন ছিল। ভিতরগড়ে পৃথু রাজার রাজধানী ছিল। প্রত্নতাত্ত্বিক খননের ফলে ষষ্ঠ শতকের বেশ কিছু ধ্বংসাবশেষ পাওয়া যায়।।
একটি মন্তব্য পোস্ট করুন