
অনেকেই বিশ্বাস করেন ভূতেরা নাকি মাঝে মাঝেই মানুষের রূপ ধরে চারপাশে ঘোরাফেরা করে। এইসব বিশ্বাসীদের সুখবর দিয়েছেন বিজ্ঞানীরা।
খবরটি হলো সম্প্রতি কয়েকজন মার্কিন বিজ্ঞানী দাবি করেছেন, তারা এমন এক ধরনের সুগন্ধি আবিষ্কার করেছেন যা স্প্রে করলে চেনা যাবে আপনার পাশের মানুষটি ভূত কিনা। আমেরিকান ক্যামিকেল সোসাইটি নামে একটি সংগঠনের বিজ্ঞানীরা এমন একটি সুগন্ধি আবিষ্কার করেছেন।
জানা যায়, ‘ইয়াউ ডি ডেথ’ নামে ওই স্প্রেটিতে নাকি রয়েছে তিনরকম গন্ধের মিশ্রণ। বিভিন্ন জিনিসের পচা গন্ধ, লাশের সোঁদা গন্ধ আর মিথানলের গন্ধের মিশ্রণ। যা অনেকটা পচা ডিম এবং নষ্ট হয়ে যাওয়া সেদ্ধ বাঁধাকপির গন্ধের কথা মনে করিয়ে দেবে।
নেবরাস্কার ডায়ানে বিশ্ববিদ্যালয়ের রসায়নবিদ রেচিলি বার্কস সর্বপ্রথম এ ধরনের ভূত চেনার বিশেষ স্প্রে আবিষ্কারের কথা ভাবেন।
তিনি জানান, জোম্বিদের (জিন্দা লাশ বা ভূত) নিয়ে তৈরি হলিউড হরর সিরিজ ‘ওয়াকিং ডেড’-এর প্রথম সিজনটি দেখে এ ধরনের স্প্রে তৈরির কথা চিন্তা করেন তিনি। এরপরেই লেগে যান কাজে। যদিও বার্কস নিজেই বিশ্বাস করেন ‘ভূত’ বলে আসলে পৃথিবীতে কিছু নেই।
একটি মন্তব্য পোস্ট করুন