
এক শারলিন চোপড়া প্লেবয় ম্যাগাজিনে নগ্ন হয়ে ছবি তুলে আলোচনার বিতর্কের শীর্ষে৷ আরেক সানি নামেই পর্নস্টার৷ তবে বলিউডের হাওয়া গায়ে মেখে অর্ধ পর্ন ছবিতে কাল ঘাম ঝড়িয়ে অভিনেত্রী হওয়ার চেষ্টাতেই ব্যস্ত তিনি৷ তবুও দর্শকের কাছে আজও তিনি নাকি শুধুই যৌনতা, সানির এটাই সবচেয়ে বড় ক্ষোভ৷ তবে আপাতত, ‘রাগিনি এমএমএস’-র বক্স অফিস সাফল্যে বেশ খোশমেজাজে আছেন তিনি৷ অন্যদিকে শারলিন রেগে ফুলে ফেঁপে একসার৷ কারণটা এই সানি লিওনই৷
গপ্পোটা হল, এমটিভি-র জনপ্রিয় রিয়্যালিটি শোয় স্প্লিটভিলার সঞ্চালনার দায়িত্ব এতদিন নিয়ে এসেছিলেন বলিউডের সেক্স ব্যোম৷ সেই সেক্স ব্যোমকে সরিয়ে ফেলে এবার স্প্লিটভিলাতে আসতে চলেছেন সানি লিওন! জানা গিয়েছে, গত সপ্তাহতেই শারলিনের কাছ থেকে কনট্র্যাক্ট ছিনিয়ে নিয়ে স্প্লিটভিলার উদ্যেক্তারা সানির কাছে আবাদার করেছেন শো করার জন্য৷ তবে সানি এখন বলিউডের ব্যস্তবাগিশ হিরোইন৷ তাই দুম করে হ্যাঁ না করে কিছুটা সময় চেয়েছিলেন৷ তবে বুধবারই সানি সম্মতি দিয়েছেন তিনি স্প্লিটভিলাতে অংশ নেবেন৷ মে মাস থেকেই শুরু হবে সানিকে নিয়ে স্প্লিটভিলার শ্যুটিং৷
একটি মন্তব্য পোস্ট করুন