GuidePedia

0

আজ যে তারকাকে নিয়ে হাজির হয়েছি তার শুরুটা বেশ নাটকীয়তার সাথে হলেও এখন শক্ত খুঁটি গেড়েই বসেছেন তাতে কোন সন্দেহ নেই। প্রথম সিনেমায় তার সাবলীল অভিনয় শৈলী সবাইকে তাক লাগিয়ে দেয়। এবং যথারীতি বলিউড এখন ভুগছে এই তারকার জ্বরে। আর কেমন হয় যদি আপনার সামনে হাজির হই এই তারকার শৈশবের কিছু অদেখা ছবি নিয়ে যা আপনাকে রীতিমতো অভিভূত করবে।
১৯৮৮ সালের ২২ অক্টোবর পাওয়ান চোপড়া এবং রীনা মালহোত্রার জন্য ছিল একটি বিশেষ দিন। কেননা এই দিনটিতে তাদের দুজনের ছোট পরিবারে এক রাশ আনন্দ নিয়ে জন্মগ্রহণ করে একটি মিষ্টি মেয়ে। কার কথা বলা হচ্ছে? ভারতের আম্বালা শহরে একটি পাঞ্জাবি পরিবারে জন্মগ্রহণ করা এই মেয়েটি আর কেউ না পরিণীতি চোপড়া। পরিণীতি চোপড়ার বাবা হারিয়ানার অধিবাসী পাওয়ান চোপড়া একজন ব্যবসায়ী এবং মা গৃহিণী।পরিবারে পরিণীতি চোপড়ার ছোট দুই ভাই রয়েছে।
বাবা মার সাথে মাত্র ২ বছর বয়সের পরিণীতি চোপড়া। জীবনের ব্যস্ততম সময় থেকে কিছু সময় বের করে ছোট পরিণীতীকে সাথ নিয়ে তার বাবা-মা।
শীতের মৌসুমে হাস্য-উচ্ছল অথচ অত্যন্ত সাদামাটা পরিণীতইকে দেখুন। সাথে রয়েছে দুই ভাই সাহাই চোপড়া এবং শিভাং চোপড়া। বাম পাশের ছবিতে দেখুন ছোট ভাই শিভাং চোপড়ার সাথে পরিণীতি দুষ্টুমিতে মশগুল ছবিতে পোজ দিতে ভোলেনি।
স্কুলে পড়ার সময়কার পরিণীতি চোপড়া। পড়াশোনায় কখনোই দ্বিতীয় হননি এই তারকা। পড়া শোনার প্রতি ছিল অদম্য আকর্ষণ। ও লেভেলে পুরো ভারতে ১ স্থান অর্জন করায় ইন্ডিয়ার রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন তিনি।
যশ রাজ ফিল্ম প্রোডাকশনে মার্কেটিং এবং পিআর কনসালটেন্টের পদে যোগ দান করেন। বিভিন্ন সময়ে তোলা পরিণীতির কিছু অদেখা ছবি।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top