GuidePedia

0

নারীর কৌমার্য নির্ণয়ে একটি চীনা কোম্পানি বিশেষ টেস্টার বাজারে আনছে।
গণমাধ্যমে প্রকাশিত তথ্যে বলা হয়েছে, চীনের ফুয়াং ইজং কোম্পানির গাইনি বিশেষজ্ঞ দল এই টেস্টার উদ্ভাবন করেছে। নারী অক্ষতযোনি কি না, এই টেস্টারের সাহায্যে তা সহজেই নির্ণয় করা যাবে।
কোম্পানির বিপণন ব্যবস্থাপক সাওরূন জানান, এই টেস্টারের সাহায্যে শুধু নারীর কৌমার্যই নির্ণয় করা যাবে। একজন নারী কতজন পুরুষের শয্যাসঙ্গী হয়েছেন সে তথ্য নির্ণয়ের ব্যাপারে যন্ত্রটিকে আরও উন্নত করার জন্য এখনো গবেষণা চলছে।
সাওরূন বলেন, ‘টেস্টারটি যে কোনো ব্যক্তি ইচ্ছে করলেই ব্যবহার করতে পারবেন না। এর জন্য আদালতের অনুমতি নিতে হবে। টেস্টারটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৪৫ মার্কিন ডলার।
সূত্র : ইন্টারনেট

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top