GuidePedia

3
নারীদের যৌনাঙ্গের জি স্পট সম্পর্কে জানতে চাই, অনুগ্রহ করে বলবেন কি?

-অনেকেই জিস্পট সম্পর্কে এই প্রথম শুনছেন এটা গ্যারান্টি দিয়ে বলা যেতে পারে। বিশেষ করে বাংলাদেশের নারী বা পুরুষরা এই বিষয়ে কম অবগত বা বলা চলে একেবারেই অবগত নয়। অনেকে হয়ত শুনেছেন কিন্তু লজ্জা বা শঙ্কার কারণে সঠিকভাবে বিষয়টি সম্পর্কে জানেন না। আসুন জেনে নিই জি স্পট বিষয়টি আসলে কী?

‘জি’ অক্ষরটি ‘গ্রাফিনবার্গ’ শব্দের আদ্যক্ষর। গ্রাফিনবার্গ হচ্ছেন একজন গাইনোকলজিষ্ট যিনি ১৯৫০ সালে প্রথম ‘ইউরেথ্রার সাথে যোনী পথে মিলনের সময় যৌন উত্তেজনার সম্পর্ক’ নিয়ে কলাম লিখেন। ‘জি-স্পট’ নিয়ে পরবর্তীকালে ব্যাভারিল হুইপলি এবং জন পিরি নামক দুইজন বিজ্ঞানী বিশদ গবেষণা করেন। গ্রাফিনবার্গের কলাম চাপার ৩০ বছর পর এই বিজ্ঞানীদয় গ্রাফিনবার্গের নামানুসারে ‘জি-স্পট’ নামকরণ করেন।
‘জি-স্পট’ :


ইউরেথ্রার (তলপেটের ঠিক পরে যোনীর ছিদ্রের উপরিভাগে গোলাপি রঙের ভাজ করা অংশ) ভিতর অতিসংবেদনশীল কোষ দ্বারা আবৃত ছোট্ট একটি অঞ্চল হচ্ছে ‘জি-স্পট’। নারীর জি-স্পট যৌনাঙ্গের সর্বচ্চ ৫ সেঃমিঃ ভিতরে অবস্থিত। অনেক মহিলা মনে করেন জি-স্পট বলে বিশেষ কোন কিছু নেই। তাদের মতে সমস্ত যোনী সমান সংবেদনশীল। তবে অনেকে জোরালোভাবে দাবী করেন তারা জি-স্পট স্টিমুলেশানের মাধ্যমে পুর্ণ যৌন তৃপ্তি অর্জন করতে পেরেছেন।

ইউরেথ্রা এবং যোনীর ছিদ্রের মাঝামাঝি অংশে স্যান্ডউইচের মত ভাজ করা দেখতে অঙ্গটি হচ্ছে ইউরেথ্রাল স্পঞ্জ। নারীর উত্তেজনার সময় জি-স্পট এর অবস্থান সম্পর্কে জানা খুব সোজা। যোনী যখন কামরসে ভিজে যায় এবং যৌনাঙ্গ উত্তপ্ত হয় তখন উত্তেজিত অবস্থায় জি-স্পট সাধারণের তুলনায় বেশি সংবেদনশীল হয়ে উঠে।

বেশিরভাগ মহিলার যোনীপথ তলপেটের দিকে ৪৫ ডিগ্রী কৌনিক অবস্থানে থাকে। নারীদের এই জিস্পটে চাপের ফলে অনেকে নারীরই প্রস্রাব হবে বলে এমনটা অনুভূতি হয়ে থাকে। তবে চিন্তিত হওয়ার কিছু নেই কারণ যৌন উত্তেজনার সময় আপনি চেষ্টা করলেও সরাসরি প্রস্রাব চলে আসবে না। এটি শুধুমাত্র জিস্পটে হালকা চাপের এক ধরনের আনন্দদায়ক অনুভূতি।

একটি মন্তব্য পোস্ট করুন

  1. ইমু সেক্স ১০০০টাকা
    ফোন সেক্স ৫০০টাকা
    01751519693 সেক্স টাইম ৬০মিনিট
    সেক্স করতে কল দেও 01751519693
    ইমু সেক্স ১০০০টাকা
    ফোন সেক্স ৫০০টাকা
    01751519693 সেক্স টাইম ৬০মিনিট
    সেক্স করতে কল দেও 01751519693

    উত্তরমুছুন
  2. ইমু সেক্স ১০০০টাকা
    ফোন সেক্স ৫০০টাকা
    01751519693 সেক্স টাইম ৬০মিনিট
    সেক্স করতে কল দেও 01751519693
    ইমু সেক্স ১০০০টাকা
    ফোন সেক্স ৫০০টাকা
    01751519693 সেক্স টাইম ৬০মিনিট
    সেক্স করতে কল দেও 01751519693

    উত্তরমুছুন

 
Top